আরও পড়ুন: একই ঘরে তিনটি শ্রেণির ক্লাস! জলপাইগুড়ির প্রাথমিক স্কুলে বেহাল পরিকাঠামো
মালদহ মেডিকেল কলেজের এই নেশা মুক্তি কেন্দ্রে মাদকাসক্তদের চিকিৎসা, কাউন্সিলিং সব কিছুই করা হচ্ছে। প্রয়োজনে আউটডোরের চিকিৎসক রেফার করে দিলে মাদকাসক্ত রোগীকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে ভর্তি করানোও হচ্ছে। অন্যান্য জেলার মত মালদহতেও প্রচুর বেসরকারি নেশা মুক্তি কেন্দ্র আছে। এগুলিতে মোটা টাকার বিনিময়ে রোগীদের চিকিৎসা হয়। কিন্তু এই সমস্ত কেন্দ্রের চিকিৎসা পদ্ধতি নিয়ে হামেশাই নানান অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে খোদ সরকারি মেডিকেল কলেজে নেশা মুক্তি কেন্দ্র চালু হওয়ায় আর্থিক বোঝার হাত থেকে অনেকটাই রেহাই পেল রোগের পরিজনরা।
advertisement
মালদহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামী দিনে হাসপাতাল চত্বরেই নেশা মুক্তি কেন্দ্রের আলাদা ক্লিনিক খোলার পরিকল্পনা আছে। সম্পূর্ণ আলাদা বিভাগ খোলা হবে নেশা মুক্তি কেন্দ্রের জন্য। সেক্ষেত্রে সপ্তাহের ৬ দিনই আউটডোর বসবে। এই প্রসঙ্গে মালদহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, বর্হিবিভাগে চালু করা হয়েছে নেশা মুক্তি কেন্দ্র। যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
হরষিত সিংহ