বৃহস্পতিবার গভীর রাতে চাঁচলের অশ্বিনপুর গ্রামের মাছ ব্যবসায়ী মানোয়ার হোসেনের বাড়িতে হানা দেয় ডাকাতের দল। বাড়ির নিচে রাখা বাঁশের মই বেয়ে তারা ছাদে ওঠে। এরপর ছাদের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ১০ সদস্যের ডাকাত দলটি। মাছ ব্যবসায়ী মানোয়ার হোসেনের দাবি, তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লকার ও আলমারির চাবি নিয়ে নেয় ডাকাতরা। এরপর আলমারি ও লকার খুলে নগদ ৩ লক্ষ টাকা ও ৬ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। পালানোর সময় ডাকাত দলটি ওই মাছ ব্যবসায়ীর মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে অচৈতন্য করে দেয়। জানা গিয়েছে, অচৈতন্য অবস্থায় মানোয়ার হোসেন নামে ওই ব্যবসায়ীকে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দেয় ডাকাতরা।
advertisement
আরও পড়ুন: অত্যাধুনিক গবেষণা কেন্দ্র পাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল, চিকিৎসায় আসতে পারে বড় বদল
এই চঞ্চল্যকর ডাকাতির খবর জানাজানি হতেই শুক্রবার ভোরে এসে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। এরপর থানায় গিয়ে পুলিশের কাছে ডাকাতির লিখিত অভিযোগ দায়ের করেন ওই মাছ ব্যবসায়ী। তিনি বলেন, "আমরা স্বামী-স্ত্রী দু'জনে বাড়িতে থাকি। বৃহস্পতিবার গভীর রাতে সিঁড়ি বেয়ে ছাদে ওঠে একদল দুষ্কৃতি। প্রত্যেকের মুখ কাপড় বাধা ছিল। আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আলমারি ও লকারের চাবি হাতিয়ে নেয়। এরপর সব লুঠ করে ওরা পালায়।" এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত এলাকার মানুষ।
এই দুঃসাহসিক ডাকাতির তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
হরষিত সিংহ