মাঙ্কি পক্স থেকে সতর্ক থানার নির্দেশিকা জারি করা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের পক্ষ থেকে। প্রতিটি রাজ্য তথা জেলার স্বাস্থ্য দফতরের কাছে নির্দেশিকার বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ তথা মালদহ জেলায় এই রোগের কোন হদিশ পাওয়া যায় নি। তবে স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মত প্রস্তুত মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল।
আরও পড়ুনঃ সমীক্ষায় উদ্বেগজনক তথ্য! ২৪ শতাংশ কৈশোরকালীন মাতৃত্ব জেলায়
advertisement
মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভিআরডিএল ল্যাব রয়েছে। এছাড়াও আইসোলশন ওর্যাড রয়েছে মালদহ মেডিকেলে। ভিআরডিএল ল্যাব প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের পক্ষ থেকে। সেই মত সমস্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।
আরও পড়ুনঃ রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম যুগ্মভাবে দ্বিতীয় মালদহের কৌশিকী
তৈরি রয়েছে চিকিৎসা পরিকাঠামো থেকে আইসোলশন ওর্যাড।তবে এই রোগের চিকিৎসার জন্য এখনো নির্দিষ্ট কোন ওর্যাড খোলা হয়নি। মেডিকেলের কর্তারা প্রস্তুত রয়েছেন। রোগ ধড়া পড়লে রোগীর সংখ্যা বাড়লে আলাদা ওয়ার্ড তৈরির জন্য প্রস্তুত রয়েছে মালদহ মেডিকেল কলেজ।
Harashit Singha