TRENDING:

Malda News: অবশেষে বাসস্ট্যান্ড পেতে চলেছে গাজোল, দ্রুত শুরু হবে কাজ

Last Updated:

মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়ার নেতৃত্বে এক প্রতিনিধিদল বাসস্ট্যান্ডের জন্য জায়গা পরিদর্শন করে। তবে শুধু বাসস্ট্যান্ড নয়, গাজোলে নতুন একটি স্কুল তৈরির পরিকল্পনাও নিয়েছে প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বাস স্ট্যান্ডের জায়গা চিহ্নিত হয়েছে। শীঘ্রই গাজোলবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে। জমি জটের সমস্যায় এতদিন বাসস্ট্যান্ড তৈরি হয়নি। এদিকে বাসস্ট্যান্ড না থাকায় রাজ্য সড়কের ওপরেই এতদিন দাঁড়িয়ে থাকত যাত্রীবাহী বাস, ছোট গাড়ি। ফলে গাজোলে যানজটের সমস্যা রোজের ব্যাপার হয়ে দাঁড়ায়। অবশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাসস্ট্যান্ড তৈরি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরই জায়গা পরিদর্শন করেন সরকারি আধিকারিকরা।
advertisement

আরও পড়ুন: মাঠমুখী নয় এই প্রজন্ম, মোবাইলে বুঁদ সকলে

মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়ার নেতৃত্বে এক প্রতিনিধিদল বাসস্ট্যান্ডের জন্য জায়গা পরিদর্শন করে। তবে শুধু বাসস্ট্যান্ড নয়, গাজোলে নতুন একটি স্কুল তৈরির পরিকল্পনাও নিয়েছে প্রশাসন। আদিবাসীদের জন্য এই স্কুল তৈরি হবে। গাজোল ব্লকের করকচ পঞ্চায়েতের ইচাহার এলাকায় জমি পরিদর্শনে যান জেলাশাসক। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী সহ প্রশাসনের পদস্থ কর্তারা। জেলাশাসকের জমি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন।

advertisement

View More

করকচ পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকা পরিদর্শনের পর ইচাহার গ্রামে ফাঁকা জমির খোঁজ পান তদারকিতে যাওয়া প্রশাসনের কর্তারা। প্রাথমিক পর্যায়ে তিন থেকে পাঁচ একর ফাঁকা জমির খোঁজ পেয়েছেন জেলাশাসক। সেখানেই আদিবাসীদের একটি স্কুল সহ আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি খুব শীঘ্রই গাজোলে স্থায়ী বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান জেলাশাসক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: অবশেষে বাসস্ট্যান্ড পেতে চলেছে গাজোল, দ্রুত শুরু হবে কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল