আরও পড়ুন: মাঠমুখী নয় এই প্রজন্ম, মোবাইলে বুঁদ সকলে
মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়ার নেতৃত্বে এক প্রতিনিধিদল বাসস্ট্যান্ডের জন্য জায়গা পরিদর্শন করে। তবে শুধু বাসস্ট্যান্ড নয়, গাজোলে নতুন একটি স্কুল তৈরির পরিকল্পনাও নিয়েছে প্রশাসন। আদিবাসীদের জন্য এই স্কুল তৈরি হবে। গাজোল ব্লকের করকচ পঞ্চায়েতের ইচাহার এলাকায় জমি পরিদর্শনে যান জেলাশাসক। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী সহ প্রশাসনের পদস্থ কর্তারা। জেলাশাসকের জমি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন।
advertisement
করকচ পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকা পরিদর্শনের পর ইচাহার গ্রামে ফাঁকা জমির খোঁজ পান তদারকিতে যাওয়া প্রশাসনের কর্তারা। প্রাথমিক পর্যায়ে তিন থেকে পাঁচ একর ফাঁকা জমির খোঁজ পেয়েছেন জেলাশাসক। সেখানেই আদিবাসীদের একটি স্কুল সহ আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি খুব শীঘ্রই গাজোলে স্থায়ী বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান জেলাশাসক।
হরষিত সিংহ