South 24 Parganas News: মাঠমুখী নয় এই প্রজন্ম, মোবাইলে বুঁদ সকলে

Last Updated:

আগে মনকে শান্ত করার জন্য মানুষ নিরিবিলি জায়গায় গিয়ে বসত। এখন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নিরিবিলি জায়গা খুঁজছে নিশ্চিন্তে মোবাইলে গেম খেলবে বলে।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: নাওয়া-খাওয়া ভুলে মোবাইল গেমে বুঁদ বর্তমান প্রজন্ম। বিকেলে পাড়ার মাঠে গিয়ে খেলাধুলোর সেই চল প্রায় উঠে গিয়েছে। বাড়ির বাইরে বের হলেও ঘাড় গুঁজে সেই মোবাইলেই নজর তাদের। কখনও মাঠের ধারে বসে, আবার কখনও রেল লাইনের উপর বসে তারা মোবাইল গেমে মত্ত। এ যেন প্রযুক্তির নেশা। যাতে আক্রান্ত নতুন প্রজন্ম। এই করতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছে তারা, তবু হুঁশ ফেরার নাম নেই।
আগে মনকে শান্ত করার জন্য মানুষ নিরিবিলি জায়গায় গিয়ে বসত। এখন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নিরিবিলি জায়গা খুঁজছে নিশ্চিন্তে মোবাইলে গেম খেলবে বলে। এইসব ঘটনা দেখলে বোঝা যায় সময়টা বড় দ্রুত পাল্টে গিয়েছে। মোবাইল গেমের এই নেশা হামেশাই প্রাণ কাড়ছে। অনেকেই কানে হেডফোন গুঁজে মোবাইলে এমন বুঁদ হয়ে থাকে যে রেল লাইনে ট্রেন এসে পড়লেও তাদের খেয়াল থাকে না। এইভাবে খালি হয়ে যাচ্ছে বহু মায়ের কোল।
advertisement
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, এ মোটেও ভালো লক্ষণ নয়। এতে একদিকে যেমন মস্তিষ্কের বিকাশ ব্যাহত হচ্ছে তেমনই পড়াশোনা বা কাজকর্মে উৎসাহ হারাচ্ছে তরুণ প্রজন্ম। অতিরিক্ত স্মার্টফোনে বুঁদ হয়ে থাকলে মনঃসংযোগে ব্যাঘাত ঘটে বলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মাঠমুখী নয় এই প্রজন্ম, মোবাইলে বুঁদ সকলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement