TRENDING:

Malda News: সাইবার প্রতারণার শিকার হয়েছেন? টাকা গায়েব? এই নম্বরে ফোন করলেই মিলবে সুরাহা, ফেরত পেতে পারেন টাকাও

Last Updated:

ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ফোন করুন ১৯৩০ নম্বরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: সাইবার প্রতারণার শিকার হওয়ার সঙ্গে সঙ্গে টোল ফ্রি নম্বরে ফোন করলেই মিলবে সুরাহা। ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ফোন করুন ১৯৩০ নম্বরে। গোটা ভারতে এই নতুন টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে সাইবার অপরাধ দমনের জন্য। এটি একটি অনলাইন পোর্টাল, এর সঙ্গে জড়িত রয়েছে পুলিশ প্রশাসন থেকে সিআইডি সহ ভারতের বিভিন্ন ব্যাঙ্ক।
advertisement

ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ এই নম্বরে ফোন করে সুরাহা পাচ্ছেন। তাই এই নম্বরটি মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে চলছে। প্রতিনিয়ত কৌশল পরিবর্তন হচ্ছে সাইবার ক্রাইমের। ফলে বিষয়গুলি নিয়ে উদ্বিগ্ন পুলিশ কর্তারা। অনলাইন লটারি মাধ্যমে টাকা জেতা, ইলেকট্রিক বিল, ব্যাঙ্কের সমস্যা এই সমস্ত কিছু তো ছিলই, বর্তমানে সাইবার প্রতারকেরা হোয়াটসঅ্যাপ ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মাধ্যম ব্যবহার করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।

advertisement

আরও পড়ুন: 'ওর কাছে টাকার পাহাড় আছে', অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য দারুণ 'বুদ্ধি' দিলেন সেলিম!

আরও পড়ুন: জনসংযোগে জোর বামেদের, পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মানভূমে মহম্মদ সেলিম

View More

এই সমস্ত ফাঁদে পড়ে মানুষ সমস্যায় পড়ছেন। তাই সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বৃদ্ধি করতে মালদহ জেলা সাইবার ক্রাইম পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা সাইবার ক্রাইম থানার পুলিশের পক্ষ থেকে একটি পথনাটিকার আয়োজন করা হয়। শহরের পোস্ট অফিস মোড়ে পথনাটিকার মাধ্যমে সাইবার ক্রাইম সম্পর্কে বিভিন্ন সচেতনতা বার্তা দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে। কীভাবে সাইবার ক্রাইম হয়ে থাকে, প্রতারকেরা কী কী ফাঁদ কীভাবে পাতে, এর থেকে সাধারণ মানুষ কীভাবে রেহাই পাবেন এই সমস্ত বিষয়গুলি নিয়েই পথনাটিকার আয়োজন করা হয়।

advertisement

এদিনের এই সচেতনতা শিবির উপস্থিত ছিলেন মালদহ জেলার অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, এসডিপিও কালিয়াচক সম্ভব জয়ৈন, মালদহ সাইবার ক্রাইম থানার আইসি প্রদীপ কুমার দাস সহ অন্যান্যরা। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই ধরনের শিবির আগামীতে আরও করা হবে সাইবার ক্রাইম থানার পুলিশের পক্ষ থেকে। উদ্দেশ্য একটাই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: সাইবার প্রতারণার শিকার হয়েছেন? টাকা গায়েব? এই নম্বরে ফোন করলেই মিলবে সুরাহা, ফেরত পেতে পারেন টাকাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল