ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ এই নম্বরে ফোন করে সুরাহা পাচ্ছেন। তাই এই নম্বরটি মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে চলছে। প্রতিনিয়ত কৌশল পরিবর্তন হচ্ছে সাইবার ক্রাইমের। ফলে বিষয়গুলি নিয়ে উদ্বিগ্ন পুলিশ কর্তারা। অনলাইন লটারি মাধ্যমে টাকা জেতা, ইলেকট্রিক বিল, ব্যাঙ্কের সমস্যা এই সমস্ত কিছু তো ছিলই, বর্তমানে সাইবার প্রতারকেরা হোয়াটসঅ্যাপ ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মাধ্যম ব্যবহার করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।
advertisement
আরও পড়ুন: 'ওর কাছে টাকার পাহাড় আছে', অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য দারুণ 'বুদ্ধি' দিলেন সেলিম!
আরও পড়ুন: জনসংযোগে জোর বামেদের, পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মানভূমে মহম্মদ সেলিম
এই সমস্ত ফাঁদে পড়ে মানুষ সমস্যায় পড়ছেন। তাই সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বৃদ্ধি করতে মালদহ জেলা সাইবার ক্রাইম পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা সাইবার ক্রাইম থানার পুলিশের পক্ষ থেকে একটি পথনাটিকার আয়োজন করা হয়। শহরের পোস্ট অফিস মোড়ে পথনাটিকার মাধ্যমে সাইবার ক্রাইম সম্পর্কে বিভিন্ন সচেতনতা বার্তা দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে। কীভাবে সাইবার ক্রাইম হয়ে থাকে, প্রতারকেরা কী কী ফাঁদ কীভাবে পাতে, এর থেকে সাধারণ মানুষ কীভাবে রেহাই পাবেন এই সমস্ত বিষয়গুলি নিয়েই পথনাটিকার আয়োজন করা হয়।
এদিনের এই সচেতনতা শিবির উপস্থিত ছিলেন মালদহ জেলার অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, এসডিপিও কালিয়াচক সম্ভব জয়ৈন, মালদহ সাইবার ক্রাইম থানার আইসি প্রদীপ কুমার দাস সহ অন্যান্যরা। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই ধরনের শিবির আগামীতে আরও করা হবে সাইবার ক্রাইম থানার পুলিশের পক্ষ থেকে। উদ্দেশ্য একটাই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
হরষিত সিংহ