Purulia News: জনসংযোগে জোর বামেদের, পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মানভূমে মহম্মদ সেলিম

Last Updated:

সাংবাদিক সম্মেলন করলেন মহম্মদ সেলিম। সংগঠনকে মজবুত করতে দলীয় কর্মীদের সঙ্গে করলেন বৈঠক।

মানভূমে মহম্মদ সেলিম
মানভূমে মহম্মদ সেলিম
#পুরুলিয়া: দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ বাড়াতে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা। সোমবার সকালে পুরুলিয়া শহরের নামোপাড়ার সিপিএমের জেলা পার্টি অফিসে একটি সাংবাদিক বৈঠক করেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম।
বৈঠক থেকে রাজ্য সরকার ও বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন তিনি। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়েও বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেন তিনি। এই দিনের সাংবাদিক বৈঠকে পঞ্চায়েত ভোট নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। এরই পাশাপাশি তিনি বলেন, বামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে নামেছে। বামপন্থীরা ঐক্যবদ্ধ হলে তারা জিতবেই।
advertisement
advertisement
আরও পড়ুন: শীতের ঘন কুয়াশায় বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে, লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ!
বহু মানুষ আবারও লাল ঝাণ্ডার তলায় লড়াই করতে চাইছে। এই দিনের বৈঠকে আবাস যোজনার, চাকরি দুর্নীতি-সহ বেশ কিছু বিষয় নিয়ে সরব হন তিনি। নিজেদের অস্তিত্ব কায়েমের লড়াইয়ের সমগ্র দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে সিপিএম নেতৃত্ব। তাই পঞ্চায়েত নির্বাচনে কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সিপিএম। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের পুরুলিয়া সফর দলীয় কর্মীদের মনবলকে আরও চাঙ্গা করে তুলবে বলে মনে করা হচ্ছে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: জনসংযোগে জোর বামেদের, পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মানভূমে মহম্মদ সেলিম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement