নতুন ভবন কাজের শিল্যানাস করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে এই ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে ১৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। টাকা মেলায় ইতিমধ্যে কাজ শুরুর প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, চিকিৎসা পরিকাঠামো ও পরিষেবা হাসপাতাল গুলিতে ভাল করতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তারঅঙ্গ হিসাবে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে আয়ুষ ভবন তৈরি করা হবে।
advertisement
আরও পড়ুন:উৎসবের মরশুমে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বড় আপটেড রেলের! জানুন
বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে শুধুমাত্র অ্যালোপ্যথি চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। অ্যালোপ্যাথি চিকিৎসার প্রায় সমস্ত রকম পরিকাঠামো রয়েছে এই হাসপাতালে। কিন্তু এতদিন কোন হোমিওপ্যাথি ও আর্য়ুবেদিক চিকিৎসা ব্যবস্থা ছিলনা। স্বাস্থ্য দফতরে পক্ষ থেকে গ্রামীণ হাসপাতাল গুলিতেও এই ধরণের চিকিৎসা পরিকাঠামো তৈরি ও পরিষেবা দেওয়ার কাজশুরু হয়েছে। তারঅঙ্গ হিসাবে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে আয়ুষ ভবন নির্মাণ করা হচ্ছে।
আরও পড়ুন:প্রতিবছর বৃদ্ধি করা হয় প্রতিমার উচ্চতা! ৪২ ফুটের কালী প্রতিমা নজর কেড়েছে মালদহে
আগামীতে প্রায় এক বছরের মধ্যে পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, এতদিন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক পরিষেবা ছিল না এখানে। এই চিকিৎসা ব্যবস্থা চালু হলে খুবই উপকৃত হব আমরা এলাকার বাসিন্দা। বিভিন্ন জটিল রোগের চিকিৎসা হোমিওপ্যাথিবা আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা করলে সহজে সুস্থ হয়ে ওঠেন রোগীরা। তাই এই চিকিৎসা পদ্ধতিকেও সরকারি হাসপাতাল গুলিতে যুক্ত করা হচ্ছে। আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসক নিয়োগ করা হচ্ছে সরকারি হাসপাতালে।
হরষিত সিংহ