Kali Puja 2023: প্রতিবছর বৃদ্ধি করা হয় প্রতিমার উচ্চতা! ৪২ ফুটের কালী প্রতিমা নজর কেড়েছে মালদহে

Last Updated:

Kali Puja 2023: পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বলিউডের বিখ্যাত অভিনেত্রী

+
৪২

৪২ ফুটের কালী প্রতিমার মূর্তি উন্মোচন 

মালদহ: ৪২ ফুটের কালীপ্রতিমা উদ্বোধন হল পুজোর একদিন আগে। মালদহের সব থেকে বড় এই কালীপুজো। এই বছর ৭৫ তম বর্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের নায়িকা সোনালী চৌধুরী।
এছাড়াও মালদহ জেলা শাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ফিতে কেটে পুজোর উদ্বোধন করা হয়। ৭৫ তম বর্ষ উপলক্ষে এই বছর বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।
মালদহ জেলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজার কমিটির এই কালীপুজো। স্থানীয় কয়েকজন ব্যাক্তি নিজেদের উদ্যোগে এই পুজোর সূচনা করেছিলেন। ধীরে ধীরে এই পুজোর ব্যপ্তি বৃদ্ধি পেতে থাকে। প্রথমদিকে ছোট আকারের প্রতিমায় পুজো হত। প্রতিবছর অল্প অল্প করে প্রতিমার উচ্চতা বৃদ্ধি করা হয়েছে।
advertisement
advertisement
বর্তমানে এই কালী প্রতিমার উচ্চতা ৪২ ফুট। শুধুমাত্র মালদহ জেলা নয় পুজো উপলক্ষে আশেপাশের জেলা থেকেও বহু ভক্তের সমাগম ঘটে এখানে।
প্রতিবছর পুজা উপলক্ষে এক বিশাল মেলার আয়োজন করা হয়, যা চলে ১৫ দিন ধরে। পুজোর উদ্বোধন করতে আসেন বিশিষ্ট অভিনেত্রী । পুজো উপলক্ষে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।
advertisement
১৫ দিন ধরে চলা এই মেলায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে তাতে রাজ্যের বেশ কয়েকজন খ্যাতনামা শিল্পীও থাকবেন। পুজোর পর দিন থেকেই শুরু হবে অনুষ্ঠান। মোটের ওপর পুজো দেখতে এসে দর্শনার্থীদের উপরি পাওনা থাকছে মন মাতানো শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Kali Puja 2023: প্রতিবছর বৃদ্ধি করা হয় প্রতিমার উচ্চতা! ৪২ ফুটের কালী প্রতিমা নজর কেড়েছে মালদহে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement