চাঁদনি চকে বহুতলে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা! ঘটনাস্থলে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী

Last Updated:

এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ প্রথমে ৬ নম্বর ম্যাডন স্ট্রিটের ওই বহুতল থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে৷

ঘটনাস্থলে দমকল বাহিনী৷
ঘটনাস্থলে দমকল বাহিনী৷
কলকাতা: ফের শহরে আগুন আতঙ্ক৷ এ দিন সকালে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে৷ বহুতলটির নীচে বাজার এবং উপরে আবাসিকরা থাকেন৷ ফলে বহুতলের ভিতর থেকে আবাসিকদের নিরাপদে বের করে নিয়ে আসেন দমকল কর্মীরা৷ ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও৷
এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ প্রথমে ৬ নম্বর ম্যাডন স্ট্রিটের ওই বহুতল থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন৷ ঘন ধোঁয়ায় ঢেকে যায় বহুতলের ভিতর এবং বাইরে৷ ফলে অক্সিজেন মাস্ক পরে বহুতলের ভিতরে ঢোকার চেষ্টা করেন দমকল কর্মীরা৷ যদিও আগুন ঠিক কোথায় রেখেছে তা চিহ্নিত করতে বেশ কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের৷
advertisement
advertisement
পাশাপাশি মাইকে প্রচার করে আবাসিকদের এবং ব্যবসায়ীদের বহুতল খালি করে দেওয়ার জন্য নির্দেশ দেয় দমকল কর্মীরা৷ বহুতলটির নীচে প্রায় পঁচিশটি দোকান রয়েছে৷ যে ঘরের ভিতরে আগুন লেগেছে বলে দমকল কর্মীরা মনে করছেন, সেই ঘরের দরজা বন্ধ ছিল৷ ফলে দরজা কেটে অথবা ভেঙে আগুনের উৎসস্থলের কাছে পৌঁঁছনোর চেষ্টা করছে দমকল বাহিনী৷
advertisement
এমনিতেই কালীপুজো ও দিওয়ালি উপলক্ষে চাঁদনি চক এলাকায় আলো ও বৈদ্যুতিন সরঞ্জাম কিনতে প্রচুর মানুষের ভিড় হয়৷ ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
চাঁদনি চকে বহুতলে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা! ঘটনাস্থলে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী
Next Article
advertisement
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
  • চাকরিহারা ১৬৬ শিক্ষককে বৃহস্পতিবার পুনর্নিয়োগপত্র দেবে পর্ষদ

  • ২০১৬ সালের নিয়োগের আগে চাকরি পাওয়া শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরবেন

  • চার হাজারেরও বেশি চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন

VIEW MORE
advertisement
advertisement