চাঁদনি চকে বহুতলে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা! ঘটনাস্থলে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী

Last Updated:

এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ প্রথমে ৬ নম্বর ম্যাডন স্ট্রিটের ওই বহুতল থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে৷

ঘটনাস্থলে দমকল বাহিনী৷
ঘটনাস্থলে দমকল বাহিনী৷
কলকাতা: ফের শহরে আগুন আতঙ্ক৷ এ দিন সকালে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে৷ বহুতলটির নীচে বাজার এবং উপরে আবাসিকরা থাকেন৷ ফলে বহুতলের ভিতর থেকে আবাসিকদের নিরাপদে বের করে নিয়ে আসেন দমকল কর্মীরা৷ ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও৷
এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ প্রথমে ৬ নম্বর ম্যাডন স্ট্রিটের ওই বহুতল থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন৷ ঘন ধোঁয়ায় ঢেকে যায় বহুতলের ভিতর এবং বাইরে৷ ফলে অক্সিজেন মাস্ক পরে বহুতলের ভিতরে ঢোকার চেষ্টা করেন দমকল কর্মীরা৷ যদিও আগুন ঠিক কোথায় রেখেছে তা চিহ্নিত করতে বেশ কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের৷
advertisement
advertisement
পাশাপাশি মাইকে প্রচার করে আবাসিকদের এবং ব্যবসায়ীদের বহুতল খালি করে দেওয়ার জন্য নির্দেশ দেয় দমকল কর্মীরা৷ বহুতলটির নীচে প্রায় পঁচিশটি দোকান রয়েছে৷ যে ঘরের ভিতরে আগুন লেগেছে বলে দমকল কর্মীরা মনে করছেন, সেই ঘরের দরজা বন্ধ ছিল৷ ফলে দরজা কেটে অথবা ভেঙে আগুনের উৎসস্থলের কাছে পৌঁঁছনোর চেষ্টা করছে দমকল বাহিনী৷
advertisement
এমনিতেই কালীপুজো ও দিওয়ালি উপলক্ষে চাঁদনি চক এলাকায় আলো ও বৈদ্যুতিন সরঞ্জাম কিনতে প্রচুর মানুষের ভিড় হয়৷ ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
চাঁদনি চকে বহুতলে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা! ঘটনাস্থলে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement