প্রাণ গেল শিশুর, আহত আরও ৯ যাত্রী! ওড়িশাগামী বাসে বিধ্বংসী আগুন খড়্গপুরে

Last Updated:

পুলিশ সূত্রে খবর, এ দিন রাতে ওড়িশাগামী বাসটি যখন জাতীয় সড়ক ধরে খড়্গপুরের কাছে মাধবপুরে পৌঁছয়, তখনই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷

জাতীয় সড়কের উপরে জ্বলতে থাকে বাসটি৷ ছবি- সুজিত ভৌমিক
জাতীয় সড়কের উপরে জ্বলতে থাকে বাসটি৷ ছবি- সুজিত ভৌমিক
খড়্গপুর: পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের কাছে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন্ত দগ্ধ হল একটি শিশু৷ আহত হয়েেছন আরও ৯ জন যাত্রী৷ শুক্রবার রাতে কলকাতা থেকে ওড়িশার পারাদ্বীপ যাওয়ার সময় পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে৷
পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে বাসের সামনের দিকে ইঞ্জিনে আগুন লাগে৷ বাস থািময়ে দ্রুত যাত্রীদের নামানোর প্রক্রিয়া শুরু হয়৷ বাসটিতে সবমিলিয়ে প্রায় চল্লিশ জন যাত্রী ছিলেন৷ ফলে সময় মতো যাত্রীদের নামিয়ে না আনতে পারলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা ছিল৷
যাত্রীদের নামানোর পরই বাসে থাকা একটি শিশুর খোঁজ মিলছিল না৷ পরে বাসের ভিতর থেকেই শিশুটির মৃতদেহ উদ্ধার হয়৷ আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, এ দিন রাতে ওড়িশাগামী বাসটি যখন জাতীয় সড়ক ধরে খড়্গপুরের কাছে মাধবপুরে পৌঁছয়, তখনই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ বাস থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেই বাস থামিয়ে দেন চালক৷ দ্রুত যাত্রীদের নেমে যেতে বলা হয়৷ কোনওক্রমে যাত্রীরা বাস থেকে নামতে না নামতেই আগুন গোটা বাসকে গ্রাস করে৷
advertisement
বাসটির আগুন নিয়ন্ত্রণে আসার পর সেটিকে জাতীয় সড়কের উপর থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ৷ রাতেই ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটির যাত্রীদের সঙ্গে কথা বলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
প্রাণ গেল শিশুর, আহত আরও ৯ যাত্রী! ওড়িশাগামী বাসে বিধ্বংসী আগুন খড়্গপুরে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement