একদিনের এই বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা আয়োজনের মূল উদ্দেশ্য, খুদে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান চেতনাও বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানো। মালদহ জেলা সাইন্স টেকনোলজি ও বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে ও মালদহ জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও এই শিশু বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করা হয়। ৩০তম মালদহ জেলা শিশু বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার বার্লো গার্লস হাইস্কুলে উপস্থিত ছিলেন মালদহ জেলার অতিরিক্ত জেলাশাসক( সাধারণ) বৈভব চৌধুরী।
advertisement
আরও পড়ুনঃ আইনি জটিলতায় মৃতদেহ বাংলাদেশে নিয়ে যেতে সমস্যায় পরিবার!
মালদা ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ, সহ মালদহ জেলার অন্যান্য প্রশাসনিক কর্তা আধিকারিক থেকে জেলার বিশিষ্ট শিক্ষাবিদেরা। ছাত্র-ছাত্রীদের মডেল প্রদর্শনী প্রতিযোগিতা ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে জেলার বিশিষ্ট অধ্যাপকেরা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক শিবির করবেন এই অনুষ্ঠানে। সেমিনারের মাধ্যমে জেলার বিশিষ্ট অধ্যাপকেরা পড়ুয়াদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে আলোচনা করবেন। প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
Harashit Singha





