TRENDING:

Malda News: কমেনি মহানন্দার জলস্তর, কীভাবে হবে ছট পালন, উদ্বিগ্ন প্রশাসন

Last Updated:

মহানন্দার জলস্তর এবার ভাবাচ্ছে ছট পালনকারীদের। ব্যতিক্রমী মহানন্দায় এই বছর অক্টোবর মাসের শেষেও জলস্তর দুই কুল ছাপিয়ে রয়েছে। এখনো জলের তলায় রয়েছে নদী তীরবর্তী অঞ্চলের বহু বাড়ি। নদীর ঘাট গুলিতে জলস্তর নীচে না নামায় সমস্যায় পড়তে হবে সকলকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: মহানন্দার জলস্তর এবার ভাবাচ্ছে ছট পালনকারীদের। ব্যতিক্রমী মহানন্দায় এই বছর অক্টোবর মাসের শেষেও জলস্তর দুই কুল ছাপিয়ে রয়েছে। এখনও জলের তলায় রয়েছে নদী তীরবর্তী অঞ্চলের বহু বাড়ি। নদীর ঘাট গুলিতে জলস্তর নীচে না নামায় সমস্যায় পড়তে হবে সকলকে। নদীর চর গুলিও জলের তলায়। প্রতিবছর মহানন্দা নদীর চরে ছোট উপলক্ষে মণ্ডপ তৈরি থেকে আলোর সুব্যবস্থা করা হয়। নদীর চর শুকিয়ে গেলে বহু মানুষ সেখানে যেতে পারেন। এই বছর নদীর তীর পর্যন্ত রয়েছে মহানন্দা নদীর জল। ফলে ছট পুজোর সময় জায়গা অনেক কমে এসেছে। এমন অবস্থায় কীভাবে পুজো অনুষ্ঠান পালন করবেন ছট পালনকারীরা তা নিয়েই সমস্যায় পড়েছেন।
advertisement

আরও পড়ুন Nadia News: আম, কাঁঠাল, আমসত্ত্বের মিষ্টিতে ভরিয়ে দিন ভাইয়ের প্লেট! ভাইফোঁটার স্পেশ্যাল মিষ্টি

হাতে মাত্র আর কটা দিন বাকি, তারপরই ছট পুজো উদযাপন করবে ভক্তরা। ইংরেজবাজার শহরের রামকৃষ্ণ মিশন ঘাটে থেকে শুরু করে সদরঘাট, বালুচর, গয়েশপুর, ঝলঝলিয়া ঘাট সহ নদীর তীর ধরে বহু মানুষ ছট পালন করেন। ছটের দুই দিন কয়েক হাজার মানুষের সমাগম হয় মহানন্দা নদীতে। এই বছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। নদীর জল কমেনি,ভরা মহানন্দার এই রূপ চিন্তায় ফেলেছে ছটব্রত উদযাপনকারীদের।

advertisement

আরও পড়ুন Birbhum News : মাথায় পা তুলে আশীর্বাদ করছেন দাদা! জগন্নাথের অভিনব ফোঁটার সাক্ষী সিউড়ি

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরই এই মহানন্দা নদীতে প্রায় ৪০ হাজারের বেশি মানুষ ছটের ডালা নিয়ে ধর্মীয় আচার পালন করতে মহানন্দা নদীর তীরে উপস্থিত হন। বর্তমানে মহানন্দা নদীর জল এতটাই এবার বেড়েছে জলমগ্ন নদীর পারে ছোটের ডালার রাখার জায়গা নেই। এই পরিস্থিতিতে নিরাপদ ছটের ঘাট প্রস্তুতির আবেদন জানাতে পুরসভার কাছে আবেদন জানাচ্ছেন ছটব্রত উদযাপনকারীরা। মালদহ সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, মালদহে মহানন্দা নদীর জল প্রতিবছর এই সময় এতটা থাকে না। তবে এবারে মহানন্দা নদীর জলের স্তর ১৮.৮৮ মিটার। যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। ইতিমধ্যে ইংরেজবাজার পৌরসভার তরফ থেকে পরিস্থিতি মোকাবিলা করার আশ্বাস দেওয়া হয়েছে।

advertisement

নদীর জল বেশি থাকায় এই বছর পুর প্রশাসনের তরফ থেকে নদী ঘাট গুলিতে অস্থায়ী মঞ্চ তৈরি করে দেয়া হবে ডালা রাখার জন্য। ঘাটের নিরাপত্তা ব্যবস্থায় এই বছর জোর দেওয়া হচ্ছে। দুই দিন ধরে মহানন্দা নদীতে স্পিড বোট ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা টহলদারি চালাবে।মহানন্দা নদীর জলস্তর বৃদ্ধি থাকলেও ছট পালনকারীদের কোনও রকম যাতে সমস্যা না হয় সে বিষয়গুলো খতিয়ে দেখতে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে পুর প্রশাসন থেকে জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এবার জীবাণু 'রাজা' করে দেবে মাছ চাষিদের, ডবল লাভ আসবে ঘরে! কীভাবে জানুন
আরও দেখুন

হরষিত সিংহ 

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: কমেনি মহানন্দার জলস্তর, কীভাবে হবে ছট পালন, উদ্বিগ্ন প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল