বোরো ধান তোলার মুহূর্তে গত সোমবার থেকে কয়েক দফায় জেলাজুড়ে বৃষ্টিপাত সাথে ঝড় হয়েছে। এই বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরাতন মালদহের বোরো ধান চাষিরা। পুরাতন মালদহের বিস্তৃর্ণ এলাকাজুড়ে নীচু জমিতে বোরো ধান চাষ হয়। নীচু এলাকায় বৃষ্টির জল জমে যাওয়ায় জলের তলায় চলে গিয়েছে ধানের গাছ।
আরও পড়ুন- বেড়েছে বাল্যবিবাহ ও শিশু শ্রমিকের সংখ্যা, শিশু সুরক্ষা নিয়ে বৈঠক মালদহে
advertisement
এখন জলমগ্ন হয়ে রয়েছে পুরাতন মালদহ ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মেহেরপুর, হালনা সহ বিভিন্ন এলাকা। ধানের জমিগুলি এখন বিশাল জলাশয়ে পরিণত হয়েছে। এই অবস্থায় কোনরকমে ভেজা ধান কাটার কাজ শুরু করেছেন চাষিরা। জলমগ্ন জমিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই প্রশাসনের সহযোগিতার আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা।
আরও পড়ুন- ধুঁকছে প্রাচীন বাংলার তাঁত শিল্প, পেটের তাগিদে এবার অন্যত্র কাজ খুঁজছেন শিল্পীরা!
মালদহ জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি বোরো মরশুমে মালদহ জেলায় মোট ৬৫ হাজার ৪৪২ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। আবহাওয়া খারাপ হওয়ার পূর্বাভাস পেয়ে জেলা কৃষি দফতরের পক্ষ থেকে অগ্রিম ধান কেটে নেওয়ার আবেদন জানানো হয়েছিল কৃষকদের কাছে। তবে মাঝে মধ্যেই জেলাজুড়ে ঝড় বৃষ্টির কারণে ধান কাটতে পারেননি কৃষকেরা।
মালদহ জেলার হবিবপুর, বামনগোলা, পুরাতন মালদহ, গাজোল সহ অধিকাংশ ব্লকে ধান চাষ হয়ে থাকে। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৯.২ মিলিমিটার। বৃহস্পতিবার রাতে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে জেলায়। মালদহ জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত জেলায় ৪ হাজার ৪৬০ হেক্টর জমির বোরো ধান ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
Harashit Singha