ঘটনার পরেরদিন মঙ্গলবার বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা বোমা মজুদ করেছিল খতিয়ে দেখছে পুলিশ(Malda News)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক থানার দক্ষিণ লক্ষীপুর গ্রামের পাশেই রয়েছে লিচু বাগান। ওই গ্রামে যাতায়াতের একটি রাস্তা রয়েছে লিচু বাগানের মধ্যে দিয়ে। সোমবার সন্ধ্যায় পথচারীদের নজরে আসে দুটি হলুদ রঙের জার। কাছে গিয়ে দেখতে পায় জারের মধ্যে ভর্তি বোমা। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ এসে জায়গাটি ঘিরে দেয়। এরপর খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে।
advertisement
স্থানীয় বাসিন্দা নুর আলম বলেন, "গ্রামে আগে কখনো এই ধরনের বোমা উদ্ধার হয়নি। আমার ধারণা কেউ সমাজবিরোধী কাজ কর্ম বা এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্য বোমা মজুত করেছিল। আমরা চাই পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত করে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।" মালদহ জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, "বোম গুলি নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা বোমাগুলি রেখেছে তার তদন্ত শুরু হয়েছে। এই ধরনের অভিযান লাগাতার চলবে বিভিন্ন এলাকা জুড়ে।"
Harashit Singha