TRENDING:

Vande Bharat Express: আরও কমছে সময়, হুড়মুড়িয়ে বাড়ছে বন্দে ভারতের গতি, উত্তরবঙ্গে পৌঁছবেন কম সময়ে

Last Updated:

Vande Bharat Express: হাইস্পিড ট্রেন চলাচলে নাকি ভেঙে পড়বে রেল ট্র্যাক। এই ভাবনায় পশ্চিমবঙ্গে দেরিতে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: হাইস্পিড ট্রেন চলাচলে নাকি ভেঙে পড়বে রেল ট্র্যাক। এই ভাবনায় পশ্চিমবঙ্গে দেরিতে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। শুরুতেই একশো দশ কিলোমিটার বেগে ছুটছে বন্দে ভারত। এবার আরও গতিবেগ বাড়তে চলেছে। ঘন্টায় আরও ২০ কিলোমিটার গতি বাড়তে চলেছে হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের।
advertisement

এর ফলে কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার সময় আরও কমতে চলেছে। বন্দে ভারতের গতি বাড়াতে ইতিমধ্যে রেলের পক্ষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ের কাজ প্রায় শেষের দিকে। মঙ্গলবার সমস্ত বিষয় খতিয়ে দেখতে রেলের মালদহ ডিভিশনে পরিদর্শনে আসলেন পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার ডক্টর জয়দীপ গুপ্তা। মঙ্গলবার তিনি মালদহ রেল ডিভিশনের কন্ট্রোল রুমের বিভিন্ন বিভাগ থেকে ট্র্যাক, সিগন্যালিং ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখেন। সমস্ত কিছু দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। আগামী কিছুদিনের মধ্যেই হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘন্টায় ১৩০ কিলোমিটার গতিতে ছুটতে চলেছে বলে জানান তিনি।

advertisement

আরও পড়ুন, মাত্র দেড় মিনিটেই শেষ ইন্টারভিউ! প্রাথমিকে শিক্ষক নিয়োগে আরও বড় দুর্নীতির গন্ধ

আরও পড়ুন, ৬ বছর পরেও জানা যায়নি TET-এর ফল! মানিককে ২ লক্ষ টাকার জরিমানার নির্দেশ বহাল

View More

বন্দে ভারত এক্সপ্রেসের গতি বৃদ্ধি পেলে সময় কমছে উত্তরবঙ্গ পৌঁছানোর। রেলের মূল লক্ষ্য বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সময় মত চলাচল করানো। বর্তমানে ভারতের দ্রুত গতির এই ট্রেন হাওড়া- নিউ জলপাইগুড়ি রুটে সঠিক সময়েই চলাচল করছে। খুশি রেল যাত্রীরা। রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। রেলের পক্ষ থেকে সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন আগামীতে সর্বোচ্চ গতিতে চলার লক্ষ্যে কাজ করছে পূর্ব রেল।

advertisement

১ জানুয়ারি থেকে এ রাজ্যে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথম থেকেই এই ট্রেনে গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার ছিল। পরে ১১০ কিলোমিটার বেগে ছুটছে এই ট্রেন। এবার আরও বৃদ্ধি পাচ্ছে গতি।ট্রেনের গতিবেগ বৃদ্ধির জন্য ট্র্যাক, সিগন্যাল, ওভার হেড ইলেকট্রনিক লাইন, সহ রেল চলাচলের সমস্ত বিভাগের উন্নতি প্রয়োজন। সেই প্রচেষ্টা ইতিমধ্যে চালিয়ে যাচ্ছে রেল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Vande Bharat Express: আরও কমছে সময়, হুড়মুড়িয়ে বাড়ছে বন্দে ভারতের গতি, উত্তরবঙ্গে পৌঁছবেন কম সময়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল