স্কুলে স্কুলে গিয়ে কিশোরীদের নিয়ে সচেতনতা শিবির করা হচ্ছে। কিভাবে এই পাচার চক্রের খপ্পর থেকে রক্ষা পাওয়া যাবে। কিভাবে কিশোরীরা বুঝবে তাকে পাচার করার চেষ্টা চালানো হচ্ছে। রাস্তায় চলাফেরা করার সময় কী কী সাবধানতা অবলম্বন করতে হবে এই সমস্ত বিষয় নিয়েই সচেতন করা হয়। বিএসএফ কনস্টেবল বিনা বাগচী বলেন, আমরা বিএসএফের পক্ষ থেকে মানব পাচার রুখতে এই সচেতনতা শিবির গুলি করছি। সীমান্তবর্তী বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে সচেতনতা শিবির করা হচ্ছে ছাত্রীদের নিয়ে।
advertisement
আরও পড়ুন:একসময় জেলার আইনশৃঙ্খলা রক্ষা করেছেন, এখন ভোট প্রার্থনা করছেন মালদহের এই প্রার্থী
কেউ মানব পাচারের শিকার হলে যেন সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে সে সমস্ত বিষয়গুলো শেখানো হচ্ছে। মালদহের মহদিপুর বিওপির ৭০ নম্বর ব্যাটেলিয়ানের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে পুরাতন মালদহের ভাবুক পঞ্চায়েতের রাম মার্ডি হাই স্কুলের এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মূলত অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণীর স্কুলের ছাত্রীদের নিয়ে এই শিবিরের আয়োজন করা। এই শিবিরে উপস্থিত ছিলেন বিএসএফের ৭০ নম্বর ব্যাটেলিয়ানের অফিসার মদন কুমার সিং, কনস্টেবল বিনা বাগচী সহ অন্যান্যরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
হরষিত সিংহ





