এলাকায় পরিশ্রুত পানীয় জল প্রকল্পের কাজের সূচনা হওয়ায় খুশি স্থানীয় গ্রামের বাসিন্দারাও। আর্সেনিক প্রবণ এলাকা হিসেবেই চিহ্নিত মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লকসহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা। এই অঞ্চল গুলিতে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। আর্সেনিকমুক্ত পানীয় জল পরিসেবা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। তারপরও বেশ কিছু এলাকায় পানীয় জল পরিষেবা তেমনভাবে পৌঁছায়নি।
advertisement
আরও পড়ুন ঃ ২৮ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি, বর্ষায় চাষের জমি ফেটে চৌচির
রাজ্য সরকার উদ্যোগে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সাহায্যে আর্সেনিক প্রবণএলাকাগুলিতে পরিশ্রুত পানীয় জল পরিসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। রবিবার মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লকের রাজনগর পঞ্চায়েতের নয়াগ্রাম এলাকায় এই পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ শিলান্যাস করা হয়। নারকেল ফাটিয়ে এই কাজের শুভ শিলান্যাস করেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টজনের। নয়াগ্রাম এলাকায় এই প্রকল্পটি তৈরি করা হবে। জনস্বাস্থ্য ও কারিগরি দফতর সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পটি তৈরীর জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে কাজটি সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
হরষিত সিংহ