TRENDING:

Malda News: বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে আর্সেনিক মুক্ত পানীয় জল, শুরু হয়ে গেল ৫ কোটির প্রকল্প

Last Updated:

আর্সেনিক প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লকসহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা। তাই আর্সেনিকমুক্ত পরিশ্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দিতে পরিশ্রুত পানীয় জলের প্রকল্প তৈরীর পরিকল্পনা করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে আর্সেনিকমুক্ত পরিশ্রুত পানীয় জল। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের উদ্যোগে নতুন পরিশ্রুত পানীয় জলের প্ল্যান তৈরীর পরিকল্পনা করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে সেই কাজের শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পরিশ্রুত পানীয় জলের এই প্রকল্পটি চালু হলে মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা উপকৃত হবেন। শুধু এই পঞ্চায়েত এলাকার নয় আশেপাশের বাসিন্দাদের বাড়িতেও পৌঁছে দেওয়া হবে পরিশ্রুত পানীয় জল পরিষেবা।
advertisement

এলাকায় পরিশ্রুত পানীয় জল প্রকল্পের কাজের সূচনা হওয়ায় খুশি স্থানীয় গ্রামের বাসিন্দারাও। আর্সেনিক প্রবণ এলাকা হিসেবেই চিহ্নিত মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লকসহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা। এই অঞ্চল গুলিতে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। আর্সেনিকমুক্ত পানীয় জল পরিসেবা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। তারপরও বেশ কিছু এলাকায় পানীয় জল পরিষেবা তেমনভাবে পৌঁছায়নি।

advertisement

আরও পড়ুন ঃ ২৮ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি, বর্ষায় চাষের জমি ফেটে চৌচির

রাজ্য সরকার উদ্যোগে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সাহায্যে আর্সেনিক প্রবণএলাকাগুলিতে পরিশ্রুত পানীয় জল পরিসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। রবিবার মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লকের রাজনগর পঞ্চায়েতের নয়াগ্রাম এলাকায় এই পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ শিলান্যাস করা হয়। নারকেল ফাটিয়ে এই কাজের শুভ শিলান্যাস করেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

advertisement

এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টজনের। নয়াগ্রাম এলাকায় এই প্রকল্পটি তৈরি করা হবে। জনস্বাস্থ্য ও কারিগরি দফতর সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পটি তৈরীর জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে কাজটি সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে আর্সেনিক মুক্ত পানীয় জল, শুরু হয়ে গেল ৫ কোটির প্রকল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল