TRENDING:

Malda: আর্সেনিকমুক্ত পানীয় জল পরিষেবা চালু ইংরেজবাজারে

Last Updated:

নানান জটিলতা কাটিয়ে অবশেষে কাজ শুরুর প্রায় ১১ বছর পর চালু হল ইংরেজবাজার শহরের আর্সেনিক মুক্ত পানীয় জল পরিষেবা। তবুও সম্পূর্ণ শহর জুড়ে নয়, আপাতত আংশিক এলাকা জুড়ে আর্সেনিক মুক্ত পানীয় জলের পরিষেবা মিলবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: নানান জটিলতা কাটিয়ে অবশেষে কাজ শুরুর প্রায় ১১ বছর পর চালু হল ইংরেজবাজার শহরের আর্সেনিক মুক্ত পানীয় জল পরিষেবা। তবুও সম্পূর্ণ শহর জুড়ে নয়, আপাতত আংশিক এলাকা জুড়ে আর্সেনিক মুক্ত পানীয় জলের পরিষেবা মিলবে। সোমবার দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে নতুন আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পের উদ্বোধন করা হয়। নব নির্মিত আর্সেনিক মুক্ত পানীয় জল প্ল্যান্টটির শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সমর মুখার্জি, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, কাউন্সিলার নিবেদিত কুন্ডু সহ অন্যান্যরা। আপাতত ইংরেজবাজার পুরসভার সাতটি ওয়ার্ডের বাসিন্দারা আর্সেনিক মুক্ত পানীয় জল পরিষেবা পাবেন। আগামীতে ধীরে ধীরে অনান্য ওয়ার্ডে পরিষেবা চালু করা হবে। ইংরেজবাজার শহরে আর্সেনিক মুক্ত পানীয় জল পরিষেবা দিতে ২০১১ সালে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছিল।
advertisement

ইংরেজবাজার শহর সংলগ্ন নিমাইসরা এলাকায় মহানন্দা নদীতে জলের প্ল্যান্ট বসানো হয়। ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হয় কোতুয়ালি সংলগ্ন দৈবকিপুরে। জল ট্রিটমেন্টের পর পাইপ লাইনের মাধ্যমে শহরের একাধিক জলাধারে আসবে জল। শহরের বেশ এলাকায় ট্যাঙ্ক পয়েন্ট তৈরি করা হয়েছে। সেখানে আর্সেনিক মুক্ত পানীয় জল জমা হবে।

আরও পড়ুনঃ উৎসর্গ প্রকল্পে ৮১ জন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারের রক্তদান

advertisement

ট্যাঙ্কগুলি থেকে জল পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হবে। বর্তমানে শহরের ২০, ২১,২২,২৩,২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আর্সেনিক মুক্ত পানীয় জল পরিষেবা পাবেন। পুরসভা ভোটের আগে আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পটির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

View More

আরও পড়ুনঃ হরিশ্চন্দ্রপুর থানা এলাকা থেকে উদ্ধার একটি নীলগাই

advertisement

তবে নির্বাচনী বিধি নিষেধ জারি হয়ে যাওয়াই আর চালু করা সম্ভব হয়নি। কিছু কাজ ও বাকি ছিল। জেলা প্রশাসন ও পুরসভার যৌথ উদ্যোগে সমস্ত কাজ শেষ করে অবশেষে প্রকল্পটি চালু হল। দীর্ষ প্রতিক্ষার পর শহরে আর্সেনিক মুক্ত পানীয় জল পরিষেবা চালু হওয়াই খুশি শহরের বাসিন্দারা।

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: আর্সেনিকমুক্ত পানীয় জল পরিষেবা চালু ইংরেজবাজারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল