ইংরেজবাজার শহর সংলগ্ন নিমাইসরা এলাকায় মহানন্দা নদীতে জলের প্ল্যান্ট বসানো হয়। ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হয় কোতুয়ালি সংলগ্ন দৈবকিপুরে। জল ট্রিটমেন্টের পর পাইপ লাইনের মাধ্যমে শহরের একাধিক জলাধারে আসবে জল। শহরের বেশ এলাকায় ট্যাঙ্ক পয়েন্ট তৈরি করা হয়েছে। সেখানে আর্সেনিক মুক্ত পানীয় জল জমা হবে।
আরও পড়ুনঃ উৎসর্গ প্রকল্পে ৮১ জন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারের রক্তদান
advertisement
ট্যাঙ্কগুলি থেকে জল পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হবে। বর্তমানে শহরের ২০, ২১,২২,২৩,২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আর্সেনিক মুক্ত পানীয় জল পরিষেবা পাবেন। পুরসভা ভোটের আগে আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পটির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ হরিশ্চন্দ্রপুর থানা এলাকা থেকে উদ্ধার একটি নীলগাই
তবে নির্বাচনী বিধি নিষেধ জারি হয়ে যাওয়াই আর চালু করা সম্ভব হয়নি। কিছু কাজ ও বাকি ছিল। জেলা প্রশাসন ও পুরসভার যৌথ উদ্যোগে সমস্ত কাজ শেষ করে অবশেষে প্রকল্পটি চালু হল। দীর্ষ প্রতিক্ষার পর শহরে আর্সেনিক মুক্ত পানীয় জল পরিষেবা চালু হওয়াই খুশি শহরের বাসিন্দারা।
Harashit Singha