আরও পড়ুন: সিপিএম প্রার্থীর বাড়ির সামনে পড়ে জোড়া বোমা! তীব্র আতঙ্ক মাথাভাঙায়
অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজের জন্য ইতিমধ্যেই মালদহ টাউন স্টেশন চত্বরে একাধিক পুরনো ভবন ভেঙে ফেলা হয়েছে। নতুন করে আধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভবনগুলি। স্টেশনের এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াতের জন্য তৈরি হচ্ছে আধুনিক ফুট ব্রিজ। যাত্রীদের সুবিধের জন্য চলমান সিঁড়ি, লিফট বসানোও হচ্ছে। সমস্ত প্ল্যাটফর্মে থাকবে আধুনিক ডিসপ্লে। যেখান সমস্ত ট্রেনের প্রতিমুহূর্তের গতিবিধি ফুটে উঠবে। যাতে যাত্রীরা সহজেই বুঝতে পারেন তাঁদের কত নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন ধরতে হবে বা কখন ট্রেন এসে পৌঁছবে।
advertisement
মালদহ রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, এই ডিভিশনের অধীনে ১৫ টি স্টেশন অমৃত ভারত প্রকল্পের অধীনে আধুনিকীকরণ করা হচ্ছে। শুধুমাত্র মালদহ টাউন স্টেশনে পরিকাঠামো উন্নয়নের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের অধীনে মালদহ টাউন স্টেশনে প্ল্যাটফর্ম চওড়া, যাত্রীদের বসার জায়গার মানোন্নয়ন, বিশেষভাবে সক্ষম যাত্রীদের যাতায়াতের সুবিদের জন্য র্যাম্প তৈরি, ইন্টারনেট পরিষেবার উন্নয়নের মতো কাজগুলি হচ্ছে। পাশাপাশি পুরুষ ও মহিলা যাত্রীদের সুবিধের জন্য আধুনিক শৌচাগার তৈরির কাজও চলছে। সেইসঙ্গে রেলের আধুনিক ফুঠ স্টলও থাকবে।
হরষিত সিংহ