এলাকায় ভাঙন শুরু হতেই বাড়ি ঘর ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। আসবাবপত্র থেকে যাবতীয় জিনিস পত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ভাঙন শুরু হলেও প্রশাসনের তরফ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছেনা অভিযোগ ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের।
advertisement
আরও পড়ুনঃ ব্রিটিশের ত্রাস দেবেন্দ্রনাথ ঝাঁ-কে আজ ভুলতে বসেছেন মানুষ!
মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এলাকায় ভাঙনের খবর পেতেই তৎপর হয়েছে প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসনের নির্দেশে এলাকা পরিদর্শনে গিয়েছেন স্থানীয় ব্লক প্রশাসন থেকে সেচ দফতরের কর্তারা। ভাঙন রুখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় নতুন করে আর যেন ভাঙন না হয়, সেই বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহে জেলা প্রশাসনের বিশেষ অনুষ্ঠান
সাধারণ মানুষেকে নিরাপদে রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রশাসনের উদ্যোগে। এলাকায় ভাঙন শুরু হতেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। যে কোন মুহূর্তে ভাঙনের কবলে পড়তে পারে বাড়িঘর। সেই আতঙ্কই এখন গ্রাসকরছে স্থানীয় গ্রামের বাসিন্দাদের। যদিও ভাঙনশুরু হতেই প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা সজাগ রয়েছে।
Harashit Singha