আরও পড়ুনঃ কলা পাতাতে ঠাসা অ্যান্টি অক্সিডেন্ট, তাই এতে খাবার খেলে কতটা ভাল বলছেন ডাক্তারবাবু
ঘটনায় আরও দুই বাইক আরহী জখম রয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত দুই বাইক আরহী হল দেব কুমার মণ্ডল(২৩) ও রুপাই গোস্বামী(২৬)। দুজনের বাড়ি ইংরেজবাজার থানার লক্ষীপুর কলোনি এলাকায়। জানা গিয়েছে, এদিন লক্ষীপুর কলনীর ছয় বন্ধু গাজোলে কোন নিমন্ত্রণ বাড়িতে গেছিল। ছয় জন তিনটি বাইক নিয়ে যায়। সেখান থেকে এদিন গভীর রাতে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে।
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকটি বেপরোয়া গতিতে ছুটছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি লড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আরও একটি বাইক দুর্ঘটনায় পড়ে। অপর বাইকটি পাশের নয়ানজুলিতে পড়ে যায়। এদিকে লড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। মৃত বাইক আরহীদের সঙ্গে থাকা বন্ধু বিশাল ঘোষ জানায়, ‘আমরা ছয়জন তিনটি বাইকে ছিলাম। আমরা দুটি বাইক সামনে এগিয়ে এসেছিলাম। ওরা পেছনে ছিল। দেরি দেখে ফোন করি। কিন্তু ফোন ধরছিল না। পরে জানতে পরি দুর্ঘটনার কবলে পড়েছে। আমরা হাসপাতালে ছুটে আসি। আমরা সকলে মিলে গাজোল গিয়েছিল নেমন্তন্ন বাড়ি।’
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাকি বন্ধুরা এগিয়ে চলে যাওয়ার পেছনে থাকা মোটর বাইকের দুজন বন্ধু প্রচন্ড গতিতে মোটরবাইক নিয়ে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে লড়ির সঙ্গে ধাক্কা মারে। সেখানেই দুই বন্ধুর মৃত্যু ঘটে। ঘটনাস্থলে মালদহ থানার পুলিশ ছুটে যায়। মৃতদেহ উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ।
হরষিত সিংহ