পরিযায়ী শ্রমিক থেকে ইটভাটা শ্রমিক এমনকি কৃষি ক্ষেত্রের শ্রমিকদের কাজের সুযোগ মিলবে। ভারত সরকারের ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস এই সার্ভে করবে। ইতিমধ্যে শুরু হয়েছে কর্মী আধিকারিকদের প্রশিক্ষণ। মালদহ রিজিওনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সন্দীপন সরকার বলেন, দ্রুত আমাদের সার্ভের কাজ শুরু হবে। বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের কাজের পরিসংখ্যান নেওয়া হবে। আপনাদের কাছে আমাদের অফিসের কর্মীরা যাবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা সঠিক তথ্য দেবেন। এ তথ্যের উপর ভিত্তি করে আগামীতে বিভিন্ন সরকারি পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ হবে।
advertisement
আরও পড়ুন- অষ্টমীর রাতেই সব শেষ! প্রিয়জনকে হারালেন সুদীপা, শোকে পাথর ‘রান্নাঘর’-খ্যাত অভিনেত্রী
উত্তরবঙ্গ সহ মধ্য বঙ্গের জেলা গুলি নিয়ে মালদহে রয়েছে রিজিওনাল অফিস। সেখানেও শুরু হয়েছে প্রশিক্ষণ। ভারত সরকারের ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস শ্রমিকদের ওপর বিভিন্ন সমীক্ষার কাজ করে থাকে। ভারতের বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকেরা কি পরিমানে কাজ পাচ্ছেন সেই বিষয়ে নিয়মিত সমীক্ষা চালাই এই দফতর। ২০২৩ সালের তথ্য অনুযায়ী দেশের ৬.৬ শতাংশ শ্রমিক কোন কাজ পাচ্ছেন না। বিভিন্ন ক্ষেত্রে এই সমস্যা। তাই এবার ভারত সরকারের পক্ষ থেকে ক্ষেত্র বিশেষে সমীক্ষার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকেরা যেন বেশি পরিমাণে কাজ পায় সেই বিষয়টির ওপর জোর দিতেই এমন উদ্যোগ। সমীক্ষায় দেখা গিয়েছে কোন কোন ক্ষেত্রে শ্রমিকেরা বেশি কাজ পাচ্ছেন আবার কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকেরা একেবারে কাজ পারছেন না।
ভারত সরকারের পক্ষ থেকে এই সার্ভে করে দেখা হবে কোন কোন ক্ষেত্রে শ্রমিকদের কাজের সুযোগ বেশি। সেই সমস্ত ক্ষেত্রগুলি চিহ্নিত করে শ্রমিকদের সেখানে বেশি পরিমাণে কাজে লাগানোর পরিকল্পনা নিবে ভারত সরকার। প্রয়োজনে সেই সমস্ত ক্ষেত্রে শ্রমিকরা যেন বেশি পরিমাণে কাজ পায় তার জন্য আলাদা আলাদা পরিকল্পনা প্রকল্প গ্রহণ করতে পারে ভারত সরকার। এতে করে শ্রমিকরা বিভিন্নভাবে উপকৃত হবেন। যেমন- ইটভাটার শ্রমিকেরা বছরের একটি নির্দিষ্ট সময় কাজ করেন। বাকি সময় তারা বসে থাকেন। এই সমীক্ষার পর ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের শ্রমিকদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করা হবে। যেন তারা নিয়মিত কাজ পান। বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের কাজ পাওয়ার পরিসংখ্যান বৃদ্ধি করতেই এমন উদ্যোগ গ্রহণ করতে চলেছে সরকার।
হরষিত সিংহ