আরও পড়ুন: মাথায় ও পায়ে চোট লাগা অবস্থায় উদ্ধার গন্ধগোকুল
মালদহের সেই নদী ভাঙন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করতে আয়োজিত হল এক সেমিনার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান, চর সমস্যা, মৎস্যজীবীদের নানান সমস্যা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। এই সেমিনার আয়োজন করে গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি।
advertisement
মালদহের কালিয়াচক, মানিকচক সহ ভাঙন কবলিত এলাকার মানুষরা মিছিল করে মালদহ টাউন হলে আসেন এই সেমিনারে উপস্থিত থাকার জন্য। উপস্থিত ছিলেন মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনেরের সভাপতি উজ্জ্বল সাহা সহ গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্যরা। জেলাশাসক জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মত জেলা প্রশাসন ভাঙন কবলিত এলাকার মানুষদের পাশে আছে। বর্ষা আসার আগেই বিভিন্ন এলাকায় বাঁধ দেওয়ার কাজ চলছে, যাতে ভাঙন প্রতিরোধ করা যায়। অন্যদিকে ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, এই ভাঙন মোকাবিলায় কেন্দ্র কোনও টাকা না দিলেও রাজ্য সরকার ইতিমধ্যেই এক হাজার কোটি টাকা খরচ করেছে। তবে সকলেই একটা বিষয় একমত হন, গঙ্গা ভাঙন সমস্যার স্থায়ী সমাধান বের করতে হলে অনেক বড় আকারে কাজ করতে হবে। তার জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য জরুরি বলে এই সভা থেকে মত উঠে আসে।
হরষিত সিংহ