বাড়ি মালদহ জেলার মানিকচক থাকার ধর্মতলা এলাকায়। পেশায় ভিনরাজ্যের শ্রমিক। পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্রমিকের কাজে রাজস্থানের জোতপুর গিয়েছিল গত পাঁচ মাস আগে। শ্রমিকের কাজ করে বাড়ি ফিরছিলেন। রাজস্থান থেকে ট্রেনে কলকাতায় আসেন। কলকাতা থেকে মালদহ আসার উদ্দেশ্য দূরপাল্লার বাস ধরেন। বাসেই কেউ বা কারা তাকে মাদক খাইয়ে দেয় বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ অপারেশনের জন্য নার্সিংহোমে রোগী পাঠানোর অভিযোগ সরকারি চিকিৎসকের বিরুদ্ধে!
মাদকাসক্ত হয়ে পড়লে শ্রমিকের কাছ থেকে নগদ টাকা সহ জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মালদহে এসে কিছুটা মাদকের নেশা কেটে যায়। সকালে বাস থেকে তাকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ও শ্রমিক। তবে পথে কার সঙ্গে আলাপ হয়েছিল কি তাকে খাওয়ানো হয়েছিল সেই বিষয়ে কিছুই বলতে পারছেন না।
Harashit Singha