Malda News: অপারেশনের জন্য নার্সিংহোমে রোগী পাঠানোর অভিযোগ সরকারি চিকিৎসকের বিরুদ্ধে!

Last Updated:

আবারো অশুভ যোগাযোগ চিকিৎসা ক্ষেত্রে। সরকারি মেডিকেল কলেজের চিকিৎসকের সঙ্গে বেসরকারি নার্সিংহোমের যোগসূত্র মালদহে। অভিযোগ সরকারি হাসপাতালে রোগীর অপারেশন না করে নার্সিংহোমের নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন খোদ সরকারি মেডিকেল কলেজের প্রফেসার।

+
title=

#মালদহ : আবারো অশুভ যোগাযোগ চিকিৎসা ক্ষেত্রে। সরকারি মেডিকেল কলেজের চিকিৎসকের সঙ্গে বেসরকারি নার্সিংহোমের যোগসূত্র মালদহে। অভিযোগ সরকারি হাসপাতালে রোগীর অপারেশন না করে নার্সিংহোমের নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন খোদ সরকারি মেডিকেল কলেজের প্রফেসার। এমনকি নিজেই কাগজে বেসরকারি নার্সিংহোমের ফোন নম্বর লিখে দিচ্ছেন বলে অভিযোগ। দ্রুত অপারেশন করাতে হলে যোগাযোগ করতে বলছেন ফোন নম্বরে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসকদের বিরুদ্ধে এমনি অভিযোগ তুলছেন চিকিৎসাধীন রোগীর আত্মীয় পরিজনেরা।
এমনকি চরম অমানবিক আচরণের অভিযোগ মালদহ মেডিকেল কলেজের অর্থপেডিক চিকিৎসকের বিরুদ্ধে। কোন রোগী দুই মাস আবার কেউ পনেরো দিন ধরে হাত, পা ভাঙা অবস্থায় বেডে কাতরাচ্ছেন। কিন্তু অস্ত্রপচার হচ্ছেনা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে।‌ এই ট্রমা কেয়ার ইউনিটে নাকি রয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার। তারপরেও বিভিন্ন অজুহাতে চিকিৎসকেরা রোগীর অপারেশন না করে দেরি করাচ্ছেন দাবি রোগীর আত্মীয়দের।‌
advertisement
রোগীর পরিবারের লোকেদের অভিযোগ, চিকিৎসক অপারেশনের জন্য দিন ধার্য করছেন। কিন্তু সেই দিন রোগীর কিছু না কিছু সমস্যার কথা বলে অপারেশনের দিন পিছিয়ে দিচ্ছেন। দীর্ঘদিন ধরেই এমন চলছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। তবে রোগীর আত্মীয়দের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসকেরা। বিভাগীয় প্রধানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমনটা আমরা কোন দিন করতে পারিনা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পালিয়ে বিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর! দোষের ভাগী হল প্রিয় বান্ধবী! তারপর যা ঘটল...
তবে নাম প্রকাশে অনিচ্ছুক মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের এক আধিকারিক বলেন, অর্থোপেডিক বিভাগে যথেষ্ট চিকিৎসক রয়েছেন। পরিকাঠামো রয়েছে। তারপরেও দীর্ঘদিন ধরে এমন অভিযোগ পাচ্ছি আমরা। চিকিৎসকদের বিরুদ্ধে নিয়মিত ডিউটি না করার অভিযোগ পর্যন্ত রয়েছে। তবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলেন, এই ধরনের অভিযোগ আমি এখনো পাইনি।
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গি মশার নিধনে এবার মানুষকে সচেতন করতে অভিযানে শহরের মহিলারা
মেডিকেল কলেজে ভালো চিকিৎসা হয়। যদি এই ধরনের কোন অভিযোগ লিখিতভাবে কেউ করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। এর আগেও মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগে চতুর্থ শ্রেণীর কর্মী ও নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে রোগীদের বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। এবার খোদ চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগ।
advertisement
Harashit Singha
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: অপারেশনের জন্য নার্সিংহোমে রোগী পাঠানোর অভিযোগ সরকারি চিকিৎসকের বিরুদ্ধে!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement