পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতের নাম পাপ্পু দাস (৩৫)। বাড়ি মালদহ থানার সাহাপুর এলাকায়। পেশায় প্রাইভেট সংস্থায় কাজ করে। পরিবার সুত্রে জানা গিয়েছে এদিন মালদহ শহরের গাদুয়ার মোড়ে শ্বশুড় বাড়ি থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিল। সাথে ছিল স্ত্রী ও সন্তান। বাইকে করে ফেরার পথে বাঁধ রোডে মালদহ ক্লাব সংলগ্ন এলাকায় মহকুমা শাসকের গাড়িটি বাইকে চাপা দেয়। দ্রুত স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাইক চালকের। চিকিৎসাধীন রয়েছেন স্ত্রী ও সন্তান।
advertisement
আরও পড়ুনঃ ই- রিক্সার দাপটে বিপাকে সাইকেল ভ্যান চালকরা!
মৃতের স্ত্রীর সিমি দাসের অভিযোগ, গাড়িটি মহকুমা শাসক নিজেই চালাচ্ছিলেন। আমার স্বামী গাড়ির নীচে আটকে ছিল। বারবার বলছিলাম গাড়ি সরাতে। উনি আমার কথা শোনেনি পরে আশেপাশের বাসিন্দারা আসেন। দূর্ঘটনার পরেই গাড়ি থেকে নেমে পালিয়ে যায় চালকের আসনে থাকা মহকুমা শাসক। বাইক আরহীর মৃত্যুর পর পরিবারের লোকেরা ইংরেজবাজার থানায় অভিযোগ জানাতে আসেন। অভিযোগ পুলিশ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যদিও পরিবারের পক্ষ থেকে মৃতের স্ত্রী একটি অভিযোগ জমা দেন।
Harashit Singha