TRENDING:

প্রয়াত নজরুল পুরস্কার জয়ী বিশিষ্ট সাহিত্যিক আজাহার উদ্দিন খাঁন

Last Updated:

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১বছর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: প্রয়াত নজরুল পুরস্কার জয়ী বিশিষ্ট সাহিত্যিক আজহার উদ্দিন খাঁন। মঙ্গলবার রাতে প্রয়াত হলেন অবিভক্ত মেদিনীপুরের বরণীয় সাহিত্যিক, দুই বাংলায় বিশিষ্ট নজরুল-বিশেষজ্ঞ হিসাবে স্বীকৃত ও পুরস্কৃত বিশিষ্ট সাহিত্যিক আজহার উদ্দিন খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১বছর। কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসার ও বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার রাতে মেদিনীপুর শহরের বড়আস্তানার নিজ বাসভবনে প্রয়াত হন এই সাহিত্যিক। দীর্ঘ দিন ধরে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য নেতৃত্বে ছিলেন তিনি। আমৃত্যু ছিলেন লেখক শিল্পী সংঘের রাজ্য কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য। অবিভক্ত মেদিনীপুর জেলায় গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের শাখা গড়ে তোলার ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। ছিলেন সংগঠনের অবিভক্ত মেদিনীপুর জেলার সভাপতি। আমৃত্যু পশ্চিমবঙ্গ লেখক শিল্পী সংঘের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি ছিলেন। লিখেছেন অনেক পুস্তক। অখণ্ড মেদিনীপুর ও দুই বাংলা হারালো এক মহান নজরুল গবেষক ও লেখককে।
advertisement

বুধবার সকালে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই অবিভক্ত মেদিনীপুর সংস্কৃতিজগৎ সহ অন্যান্য মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু মানুষ শোক প্রকাশ করেছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট সাহিত্যিক বিপ্লব মাজী এক শোক বার্তায় লিখেছেন, "বিশিষ্ট সাহিত্যিক, জীবনীকার, নজরুল গবেষক আজহারউদ্দীন খান আজ আর আমাদের মধ্যে নেই। সমবয়সী বন্ধুর মতো মিশতেন তিনি। এপার ওপার দুপার বাংলায় তাঁর সবচেয়ে বড় পরিচিতি ছিল নজরুল গবেষক।" গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের নেতৃত্ব তথা সমাজকর্মী বিজয় পাল তাঁর শোকবার্তায় লিখেছেন,"ক্রমশ রত্নহারা হচ্ছি আমরা। বাংলা হারালো সাহিত্যের "এনসাক্লোপিডিয়া " আজহারদাকে। নজরুল গবেষক হিসেবে তাঁর পরিচয় সমাধিক। সাহিত্যে রাজ্য সরকারের নজরুল পুরস্কার পেয়েছেন তিনি।" প্রবীণ কবি নিলয় মিত্র ,প্রাক্তন স্বাস্থ্যকর্তা তথা বিশিষ্ট লেখক বিমল কুমার গুড়িয়া,প্রবীণ লোক সংস্কৃতি গবেষক মধুপ দে সমেত বিভিন্ন কবি-সাহিত্যিকরা আজহার উদ্দিন খানের প্রয়াণেশ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন।

advertisement

পেশায় গ্রন্থাগারিক হলেও নেশায় ছিলেন বিশিষ্ট সাহিত্য সমালোচক ও একনিষ্ঠ সংগঠক । তাঁর লেখা গ্রন্থ -বাংলা সাহিত্যে নজরুল , বাংলা সাহিত্যে মোহিতলাল , বাংলা সাহিত্যে মহম্মদ শহীদুল্লাহ , বাংলা সাহিত্যে মহম্মদ আব্দুল হাই ,রক্তে রাঙ্গানো দিন , দীপ্ত আলোর বন্যা , বঙ্কিমচন্দ্র : অন্য ভাবনায় প্রভৃতি। সম্পাদিত গ্রন্থ শেকড়ের খোঁজে , বিদ্যাসাগর স্মরাক গ্রন্থ , মোহিতলালের পত্র গুচ্ছ ইত্যাদি। বাংলাদেশসহ বহু সংস্থা থেকে সম্বর্ধিত।

advertisement

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/Local News/
প্রয়াত নজরুল পুরস্কার জয়ী বিশিষ্ট সাহিত্যিক আজাহার উদ্দিন খাঁন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল