প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই বিজেপি সদস্যদের ভাঙিয়ে আনার কাজ সম্পন্ন হয়ে গেছে। তবে, উপর মহলের সবুজ সঙ্কেত না মেলায় আটকে ছিল অনাস্থা জারি বা বোর্ড গঠন। আর, সেই কারণেই আটকে আছে উন্নয়নের কাজ-ও। বর্ষার মধ্যে ধেড়ুয়া ও চাঁদড়া'র রাস্তাঘাট থেকে শুরু করে নদী বাঁধের সংস্কার সমস্ত কাজই থমকে আছে। ক্ষুব্ধ এলাকাবাসী থেকে শাসকদলের নীচু চলার কর্মীরা। তবে, স্থানীয় নেতৃত্ব উপলব্ধি করছিলেন, তাঁরা শহর কেন্দ্রিক এই সদর ব্লকের চিরাচরিত "লবি রাজনীতির" শিকার হচ্ছেন! শেষমেশ, নবনির্বাচিত বিধায়ককের কোর্টেই বল দেওয়া হল। উপর মহল থেকে আগেই অক্সিজেন পেয়ে গিয়েছিলেন বিধায়ক জুন মালিয়া। তাই, এই চারটি গ্রাম পঞ্চায়েত (মেদিনীপুর বিধানসভার মধ্যে থাকা) এর জন্য নতুন করে ব্লক সাংগঠনিক সভাপতি নির্বাচিত করা হয় জুন ঘনিষ্ঠ গৌতম দত্তকে। বাকি অঞ্চলগুলির জন্য ব্লক সভাপতি থাকছেন যথারীতি দীনেন (খড়্গপুর গ্রামীণের বিধায়ক) ঘনিষ্ঠ মুকুল সামন্ত। মূলত, শাসকদলের নতুন নীতি অনুযায়ী, বিধানসভা কেন্দ্রিক ব্লক সাংগঠন তৈরি করে, সেই এলাকার বিধায়কদের হাতেই এলাকার রাশ (বা, নিয়ন্ত্রণ) তুলে দিতে চেয়েছেন রাজ্য নেতৃত্ব। সেই সূত্র ধরেই, নিজের বিধানসভা এলাকায় পঞ্চায়েতের জট কাটাতে তৎপর হয়েছেন বিধায়িকা জুন মালিয়া।
advertisement
ধেড়ুয়া ১ নম্বর ও চাঁদড়া ২ নম্বর অঞ্চল থেকে 'শক্তিশালী' ও 'বিজয়ী' বিজেপি'কে সম্পূর্ণভাবে মাঠের বাইরে করে দিয়ে, এলাকায় উন্নয়নের জোয়ার বইয়ে দিতে উদ্যোগী হয়েছেন জুন। তাঁর সবুজ সঙ্কেত পাওয়ার পরই, আগামী ১০ ই আগস্ট বেলা ১২ টা'য় ধেড়ুয়া পঞ্চায়েত বোর্ড গঠনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন বিডিও। শাসকদল সূত্রে জানা গেছে, ধেড়ুয়ার প্রধান নির্বাচিত হতে চলেছেন কুকুরমুড়ি পঞ্চায়েত থেকে নির্বাচিত সম্বারী কিস্কু। ধেড়ুয়া'র পঞ্চায়েত সদস্য তাপস বেরা বলেন, বিজেপির প্রধান পূর্ণিমা সিং আগেই ইস্তফা দিয়েছেন, আর এস. টি সংরক্ষিত এই প্রধান পদে আমলা সাম্বারী কিস্কু-কেই মনোনীত করতে চলেছি। তাঁর আশ্বাস, ১০ ই আগস্টের পর থেকে এলাকায় উন্নয়নের জোয়ার বইবে। এছাড়াও, বিধায়িকা জুন মালিয়া'র উদ্যোগে, খুব শীঘ্রই দু'নম্বর চাঁদড়া পঞ্চায়েতেও অনাস্থা প্রস্তাবের নির্দেশিকা জারি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে কর্মীদের আশা। চাঁদড়া দু'নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য নয়ন দে বলেন, "১৪টি পঞ্চায়েতের মধ্যে সর্বমোট ১০ টি পঞ্চায়েত আমাদের তথা তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। নির্দেশ এলেই আমাদের বোর্ড গঠন করা হবে।" বিধায়িকা জুন মালিয়ার অন্যতম কান্ডারী তথা সাংগঠনিক ব্লক সভাপতি গৌতম দত্ত বললেন, "সকলকে নিয়ে এবার উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। আমাদের বিধায়ক সেটাই বারবার বলতে চাইছেন।"
Partha Mukherjee