TRENDING:

গবেষণার জন্য বিশ্বের গবেষকদের তালিকায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ৩৪ জন গবেষকের নাম

Last Updated:

বিশ্ব বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং এর তালিকা অ‌নুযায়ী দেখা গেল, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন বিজ্ঞানী এই তালিকায় স্থান পেয়েছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মফঃস্বলে অবস্থিত হওয়া সত্ত্বেও বিজ্ঞান শিক্ষা এবং  বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে দ্রুত গতিতে এগিয়ে চলছে  বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জঙ্গলমহলের জেলায় অবস্থান সত্বেও সমস্ত সীমাবদ্ধতাকে দূরে ঠেলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাও স্থান করে নিলেন জগৎ সভায়। সম্প্রতি প্রকাশিত বিশ্বের গবেষকদের তালিকায় এই বিশ্ববিদ্যালয়ের একজন বা দু’জন নন, এক সঙ্গে ৩৪ জন গবেষক তাঁদের গবেষণার জন্য বিশ্ব র‍্যাঙ্কিংয়ে স্থান পেলেন।
advertisement

প্রতি বছরই বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত বিষয়ে গবেষণা হয়, তার নিরিখে বিজ্ঞানীদের অবস্থান দেখা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্ব বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং এর তালিকা অ‌নুযায়ী দেখা গেল, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন বিজ্ঞানী এই তালিকায় স্থান পেয়েছেন।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিরিখে দেখা গেল, প্রথম হয়েছেন নিউট্রোজেনোমিক্সের অধ্যাপক দেবীদাস ঘোষ। অঙ্ক বিভাগের অধ্যাপক মধুমঙ্গল পাল হয়েছেন দ্বিতীয়। বটানি বা উদ্ভিদ বিদ্যায় অধ্যাপক অমলকুমার মন্ডল তৃতীয় হয়েছেন। বায়োলজির অধ্যাপক সোমনাথ রায় চতুর্থ। আর পঞ্চম হয়েছেন অধ্যাপক কেশব চন্দ্র মন্ডল। এভাবেই বিভিন্ন বিভাগের ৩৪ জন গবেষক বিশ্বের তালিকায় স্থান করে নিয়েছেন।

advertisement

বিশ্বের মধ্যেই অবশ্য খুব একটা পিছিয়ে নেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিরিখে প্রথম স্থানে থাকা দেবীদাসবাবুর এশিয়াতে ৬২১২ তম স্থানে রয়েছেন। আর গোটা বিশ্বের ৪৯১৬৮ তম স্থানে রয়েছেন তিনি। মধুমঙ্গলবাবুর এশিয়াতে ৬৩৯২ নম্বর স্থান ও বিশ্বে ৪০৩১৭ তম স্থান। অমলবাবু রয়েছেন এশিয়াতে ৮৯০৬ নম্বর স্থানে এবং বিশ্বে ৬৭৫০৪ তম স্থানে। সোমনাথবাবু এশিয়া র‍্যাঙ্কিংয়ে ১৩৭৩৩ ও বিশ্বে ৯৭৫৬১ তম স্থানে। আর কেশববাবু এশিয়াতে ১৪০৬৯ তম ও বিশ্বে ৯৯৪৪৬ তম স্থানে রয়েছেন বর্তমান পরিসংখ্যান অনুযায়ী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই তালিকায় বিদ্যাসাগর বিদ্যালয়ের নিরিখে তৃতীয় স্থানে থাকা উদ্ভিদ বিজ্ঞানী তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বটানির অধ্যাপক অমল কুমার মন্ডল তাঁর প্রতিক্রিয়ায় জানালেন নিজের গর্ববোধের কথা। বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই অভূতপূর্ব সাফল্যে বেশ গর্বিত পড়ুয়া থেকে শুরু করে সমস্ত শিক্ষাকর্মীরাও

বাংলা খবর/ খবর/Local News/
গবেষণার জন্য বিশ্বের গবেষকদের তালিকায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ৩৪ জন গবেষকের নাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল