TRENDING:

Yoga Day 2021: ফুসফুসের কার্যকারিতা বাড়াবে প্রাণায়াম, শরীর সুস্থ রাখবে সম্পূর্ণ সূর্য প্রণাম

Last Updated:

Yoga Day 2021: ফুসফুসের কার্যকারিতা বাড়াবে প্রাণায়াম, শরীর সুস্থ রাখবে সম্পূর্ণ সূর্য প্রণাম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজ ২১জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই বছর বিশ্ব যোগ দিবসের সপ্তম বর্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪সালে রাষ্ট্রসঙ্ঘে ভাষণ দেওয়ার সময়ে যোগ ব্যায়ামের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। সেই সময় তিনি ২১জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন। তারপর থেকেই ২১জুন দিনটি সাড়ম্বরে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্ব যোগ দিবস হিসেবে পালিত হচ্ছে। করোনা মহামারীর সময় যোগাভ্যাসের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। শরীর থেকে রোগ বিয়োগ করতে অনেক বিশেষজ্ঞ নিয়মিত যোগাভ্যাসের পরামর্শও দিয়েছেন।
advertisement

প্রাচীন ভারতে শরীরকে সুস্থ রাখার অন্যতম মাধ্যম ছিল যোগব্যায়াম। মানসিক এবং শারীরিক দিক থেকে শরীরকে সুস্থ রাখার জন্য যোগব্যায়াম ছিল প্রতিদিনের অবশ্য-কর্তব্য একটি কাজ। আধুনিক হতে হতে এখন যোগব্যায়ামের অভ্যাস অনেকটাই মলীন। তবে শরীরকে সুস্থ রাখার জন্য যোগাভ্যাস যে অব্যর্থ ওষুধ, তা এক কথায় মেনে নিচ্ছেন সমস্ত চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা। বিশেষ করে করোনাকালে যখন দীর্ঘ লকডাউন এর সময় মানুষকে গৃহবন্দি হয়ে থাকতে হচ্ছে, সেসময় যোগাভ্যাস এর তুলনা কোন কিছুর সঙ্গেই করতে চাইছেন না চিকিৎসকরা। কোভিডলকালে শরীর সুস্থ রাখতে হলে প্রতিদিনের রুটিনে যোগব্যায়াম করার জন্য কিছুটা সময় রাখার পরামর্শ দিয়েছেন তারা।

advertisement

এ বিষয়ে বিশ্বশ্রী মনোতোষ রায়ের ছাত্রী, যোগ শিক্ষিকা রুমা মুখার্জি বলেছেন, কোভিডকালে সবচেয়ে বেশি প্রয়োজন ফুসফুসের ব্যায়াম। তার জন্য প্রাণায়াম সবচেয়ে উপকারী আসন। তাছাড়াও প্রতিদিন সূর্য প্রণাম করার পরামর্শ দিয়েছেন তিনি। রুমাদেবী বলেছেন, যদি নিয়মিত সূর্য প্রণামের ৮ টি ধাপ নিয়মিত সম্পন্ন করা যায় তাহলে শরীরকে অনেক রোগ-ব্যধি থেকে দূরে রাখা যাবে। তাছাড়া এই সময় শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে এবং ফুসফুসের কার্যকারিতা বাড়াতে, প্রাণায়াম অবশ্য-কর্তব্য একটি আসন। এছাড়াও বিভিন্ন আসন করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, প্রতিদিন অন্তত পক্ষে এক ঘণ্টা করে যোগাভ্যাস ভীষণভাবে জরুরি। তাহলে এই অতিমারির মতো কঠিন সময়েও নিজের শরীরকে সুস্থ রাখা যাবে। মানসিক সুস্থতা বজায় থাকবে। মনকে শান্ত করতে যোগাভ্যাস দারুন একটি পন্থা বলেও অভিমত প্রকাশ করেছেন তিনি।

advertisement

সবমিলিয়ে এই অতিমারির সময় নতুন করে ভারতবর্ষের প্রাচীন স্বাস্থ্যবিধিগুলির উপকারিতা এবং প্রয়োজনীয়তা তুলে ধরছে। সেক্ষেত্রে যেমন আয়ুর্বেদিক ওষুধ যেমন গুরুত্ব পাচ্ছে, ঠিক তেমনভাবেই নিজেকে সুস্থ রাখতে নিয়মিত যোগাভ্যাস ভীষণভাবেই যে জরুরি, তা খুব সহজেই উপলব্ধি করা যাচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/Local News/
Yoga Day 2021: ফুসফুসের কার্যকারিতা বাড়াবে প্রাণায়াম, শরীর সুস্থ রাখবে সম্পূর্ণ সূর্য প্রণাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল