TRENDING:

Asansol News- আসানসোলে মেয়রের শপথ গ্রহণ, নির্বাচনে লড়তে মনোনয়ন জমা বিধান উপাধ্যায়ের

Last Updated:

অনুষ্ঠানে প্রচুর মানুষের জমায়েত হতে পারে বলে ধারনা ওয়াকিবহাল মহলের। এমতাবস্থায় কোভিড বিধি মেনে নির্বাচিত অতিথিদের সঙ্গে দুজন করে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান- আসানসোল পুরসভার বোর্ড গঠন নিয়ে অপ্রত্যাশিত চমক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Asansol News)। মেয়র পদে যাকে নিয়োগ করা হয়েছে, তার নাম যেমন অপ্রত্যাশিত ছিল, ঠিক তেমনভাবে চমক দিয়ে নিয়োগ করা হয়েছে দুজন ডেপুটি মেয়র। আগামীকাল শুক্রবার আসানসোল পুরসভার নতুন বোর্ড অর্থাৎ মেয়র, ডেপুটি মেয়ররা শপথ গ্রহণ করবেন।
রবীন্দ্র ভবন পরিদর্শনে পুর কমিশনার নিতীন সিংঘানিয়া।
রবীন্দ্র ভবন পরিদর্শনে পুর কমিশনার নিতীন সিংঘানিয়া।
advertisement

সেই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই আসানসোলে সাজোসাজো রব (Asansol News)। বিজয় উল্লাসের পর্ব শেষ হওয়ার পর শপথ গ্রহণের জন্য সেজে উঠছে এই খনি শহর। অন্যদিকে বৃহস্পতিবার মেয়র পদে শপথ নিতে চলা বিধান উপাধ্যায় নিজের মনোনয়ন জমা করেছেন উপ নির্বাচনের জন্য। পাশাপাশি আসানসোলের রবীন্দ্রভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়েও তৎপরতা চলছে প্রশাসনিক স্তরে। পুর কমিশনার নিতীন সিংঘানিয়া এদিন রবীন্দ্র ভবন পরিদর্শন করেছেন। পাশাপাশি কোভিড প্রটোকল মেনে যাতে অনুষ্ঠান সম্পন্ন করা যায়, তার জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

advertisement

কোভিড প্রটোকল মেনে শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের বৈঠক সম্পন্ন হয়েছে (Asansol News)। প্রশাসনিক কর্তারা রবীন্দ্র ভবন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার পুর কমিশনার নীতিন সিংঘানিয়া ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পদমর্যাদার আধিকারিকরা ঘুরে দেখেছেন অনুষ্ঠানস্থল রবীন্দ্র ভবন।

উল্লেখ্য, রাজ্যের চারটি পুরসভার ভোট মিটেছে ইতিমধ্যে। আসানসোল পুরসভা তার মধ্যে একটি। শুক্রবার রয়েছে আসানসোল পুরসভার মেয়র ও চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে প্রচুর মানুষের জমায়েত হতে পারে বলে ধারনা ওয়াকিবহাল মহলের।এমতাবস্থায় কোভিড বিধি মেনে নির্বাচিত অতিথিদের সঙ্গে দুজন করে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুর কমিশনার নীতিন সিংঘানিয়া । এছাড়াও এদিন আসানসোলের বিভিন্ন প্রান্ত থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে প্রচুর সাধারণ মানুষের আগমন হতে পারে। তাই শহরের ট্রাফিক ব্যবস্থা ও গাড়ি পার্কিং এর উপরে বিশেষ জোর দেওয়া হবে বলে জানিয়েছেন ডিসিপি সেন্ট্রাল অভিষেক মোদি। (Asansol News)

advertisement

অন্যদিকে, আসানসোল পুর নিগমের মেয়র পদের জন্য ঘোষণা করা হয়েছে বিধান উপাধ্যায়ের নাম। তবে তিনি এখনো পর্যন্ত আসনসোল পুরনিগমের কাউন্সিলর নন। তিনি বারাবনির বিধায়ক (Asansol News)। তাই মেয়র পদে বসার জন্য বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। মনোনয়নপত্রর প্রস্তাবক ছিলেন চিকিৎসক দেবাশিস সরকার ও বিবি কলেজের প্রিন্সিপাল অমিতাভ বাসু। এছাড়া বিধান উপাধ্যায় যখন মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলেন, তখন সঙ্গে ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন ভি শিবদাসন, অভিজিৎ ঘটক, অমরনাথ চট্টোপাধ্যায়, ওয়াসিমুল হক প্রমূখ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/Local News/
Asansol News- আসানসোলে মেয়রের শপথ গ্রহণ, নির্বাচনে লড়তে মনোনয়ন জমা বিধান উপাধ্যায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল