TRENDING:

Bangla news: অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন চড়কতলার স্থানীয় মানুষ

Last Updated:

Bangla news: কাউন্সিলর, পুলিশ আধিকারিক এবং স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বৃদ্ধাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান:  নিজের বলতে নেই কেউ (paschim bardhaman news) । বয়স আর অসুস্থতার ভারে কথাও বলতে পারেন না তিনি। সোজা হয়ে উঠে দাঁড়াতে পারেন না। কারণ কোমর ভেঙে গিয়েছে। এত বড় পৃথিবীতে নিঃসঙ্গ জীবন কাটান ৮০ বছরের এক বৃদ্ধা। নিজের নাম বলার ক্ষমতা টুকুও তার নেই। তবে একটা সময় নাকি তিনি সগড়ভাঙার চড়কতলা এলাকায় একাই ভাড়া থাকতেন।
রাস্তার পাশে বসে রয়েছেন অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধা।
রাস্তার পাশে বসে রয়েছেন অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধা।
advertisement

তবে দীর্ঘদিন এলাকায় দেখা যেত না ওই বৃদ্ধাকে(paschim bardhaman news)। তাই ভাঙা কোমর নিয়ে ফিরে হটাৎই ফিরে আসতে চেয়েছিলেন নিজের এক চিলতে ঘরে। কিন্তু চেনা জায়গায় এসে দেখলেন, জায়গার পরিবর্তন হয়েছে। নেই তার বাড়িটিও। হতাশ হয়ে বসে পড়েছিলেন রাস্তার পাশে। বুধবার বিকেলে বৃদ্ধাকে এইভাবে পড়ে থাকতে দেখা যায় সাগরভাঙ্গা চড়কতলায়। হৃদয়বিদারক এই দৃশ্য দেখে স্থানীয় মানুষজন আর চুপ থাকতে পারেননি। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর এবং পুলিশে। তারপর কাউন্সিলর, পুলিশ আধিকারিক এবং স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বৃদ্ধাকে।

advertisement

সহরভাঙার চড়কতলার পাশে বুধবার বিকেলে (paschim bardhaman news)অসহায় অবস্থায় পড়েছিলেন অজ্ঞাত পরিচয় বৃদ্ধা। নিজের নাম বলতে পারছিলেন না তিনি। বৃদ্ধা পড়ে থাকতে দেখে, স্থানীয়দের মনে কৌতুহল জাগে। তারপরেই বৃদ্ধাকে উদ্ধার করতে তৎপর হন সগড়ভাঙার স্থানীয় কিছু যুবক এবং সেখানকার মানুষ। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর অঙ্কিতা চৌধুরীকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কোকওভেন থানার পুলিশ আধিকারিকরা। এরপর পুলিশ আধিকারিক, কাউন্সিলর এবং তার সহযোগী ও স্থানীয়দের উদ্যোগে উদ্ধার করা হয়েছে ওই বৃদ্ধাকে। তাকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

advertisement

স্থানীয় সূত্রে খবর, ওই বৃদ্ধা সগড়ভাঙার চড়কতলায় (paschim bardhaman news)বছর পাঁচেক আগে একাই ভাড়া থাকতেন। তবে সেই অর্থে কারও সঙ্গে যোগাযোগ না থাকায়, তার নাম কেউ জানেন না। আপনজন বলতে নেই কেউ। হঠাৎ করেই আর চড়কতলায় দেখা যেত না বৃদ্ধাকে।

স্থানীয়দের অনুমান, একসময় সগড়ভাঙার বাড়িতে(paschim bardhaman news) ভাড়া থাকার জন্য, তিনি ওইখানে চলে এসেছিলেন। কিন্তু বাড়ির হদিস না পেয়ে রাস্তার পাশে পড়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বুধবার বিকেলে একটি অটোতে করে তিনি এখানে আসেন তিনি। তারপর বাড়ি খুঁজে না পেয়ে রাস্তার পাশেই পড়েছিলেন।

advertisement

বৃদ্ধার ওই ভাবেই পড়ে থাকার খবর পেয়ে উদ্যোগী(paschim bardhaman news) হন স্থানীয়রা। স্থানীয়দের সহযোগিতায় একটি অটোতে করে ওই বৃদ্ধাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসকরা তাকে ভর্তি করে নিয়েছেন। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/Local News/
Bangla news: অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন চড়কতলার স্থানীয় মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল