TRENDING:

Corova Vaccine| Bangla News|| টিকাকরণ কর্মযজ্ঞে গুরুত্বপূর্ণ অবদান, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মান প্রদান

Last Updated:

Bangla News: বিপুল টিকাকরনে কেন্দ্রীয় সরকার, ভ্যাকসিন উদ্ভাবকদের মত, কৃতিত্বের দাবীদার চিকিৎসকরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র টিকাকরণ। চিকিৎসক এবং বিশেষজ্ঞরা বলছেন, দুটি ডোজ সম্পন্ন হওয়া ব্যক্তিরা আক্রান্ত হলেও, প্রাণহানির আশঙ্কা কম। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশজুড়ে টিকাকরনের জন্য জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজ্য সরকার মানুষকে সুরক্ষিত রাখতে টিকাকরণের দিকে বিশেষভাবে জোর দিয়েছে।
মহকুমা হাসপাতালে সুপারের হাতে স্মারক তুলে দিচ্ছেন লক্ষণ ঘড়ুই।
মহকুমা হাসপাতালে সুপারের হাতে স্মারক তুলে দিচ্ছেন লক্ষণ ঘড়ুই।
advertisement

পুজোর পরে করোনা সংক্রমনের গ্রাফ বাড়তে শুরু করার পরে, আরও বেশী করে টিকাকরণের লক্ষ্য নিচ্ছে জেলা প্রশাসন। তালিকায় পিছিয়ে নেই পশ্চিম বর্ধমান জেলাও। আসানসোল-দুর্গাপুর সহ জেলার বিভিন্ন জায়গায়, টিকাকরণের লক্ষ্য বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রথম দিন থেকে করানোর সঙ্গে লড়াইয়ের পর, টিকাকরনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নিচ্ছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। তাই দুর্গাপুরে বিশেষভাবে সম্মানিত করা হল এই ভ্যাকসিন যোদ্ধাদের।

advertisement

রাজ্যের সরকারি হাসপাতাল থেকে শুরু করে, ভ্যাকসিন সেন্টার, বেসরকারি ক্ষেত্রে লাগাতার টিকাকরণ কর্মসূচি চলছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ১০০ কোটি ভ্যাক্সিনেশন সম্পন্ন হওয়ার কথা ঘোষণা করেছে। আসানসোল পুরসভা, প্রত্যেকটি ওয়ার্ড ভ্যাক্সিনেশন সেন্টার করে মানুষের টিকাকরণের লক্ষ নিয়েছে। দুর্গাপুরে ব্যাপকহারে টিকাকরণ হচ্ছে। দিনরাত এক করে এই কাজ করে চলেছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। তাই ভ্যাক্সিনেশন কর্মসূচিতে অবদানের জন্য দুর্গাপুরে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের বিশেষভাবে সম্মানিত করা হল।

advertisement

এদিন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে সম্বর্ধনা জানানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ধীমান মণ্ডলকে। তিনি বলেন, দেশজুড়ে ব্যাপক হারে যেভাবে ভ্যাক্সিনেশন হচ্ছে, সেখানে কেন্দ্রীয় সরকার, ভ্যাকসিন উদ্ভাবকদের মত কৃতিত্বের দাবীদার চিকিৎসকরাও। কারণ এত মানুষকে টিকা দেওয়া সম্ভব হচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের জন্য। তাই তিনি চিকিৎসকদের সম্বর্ধনা দিয়েছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপারের হাতে বিশেষ স্মারক তুলে দিয়েছেন তিনি। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। দেশজুড়ে ১০০ কোটি ডোজ ভ্যাকসিনেশন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আগ্রা-দিল্লি ছুটছেন কেন, মুঘল শাসক শাহজাহানের ছোঁয়া রয়েছে বাংলাতেও, উইকএন্ড ট্রিপে আসুন
আরও দেখুন

অন্যদিকে, জেলাজুড়ে আরও বেশি করে ভ্যাকসিন দেওয়ার মাত্রা নেওয়া হয়েছে। পুজোর সময় কিছু স্বাস্থ্যকর্মীরা ছুটি নেওয়ার ফলে, প্রতিদিন গড় টিকাকরণের সংখ্যা কিছুটা কমেছিল। তবে সেই সংখ্যা আবার বাড়ানো হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে পুরএলাকা গুলির থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে গ্রামীণ এলাকাগুলি। তবে সেই সমস্ত জায়গাগুলিতে ব্যাপকহারে ভ্যাক্সিনেশন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়মিত হচ্ছে নমুনা পরীক্ষা। সব মিলিয়ে করোনাকে কাবু করতে চিকিৎসকরা যে ভূমিকা নিচ্ছেন, তাকেই এদিন সম্মান জানিয়েছেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
Corova Vaccine| Bangla News|| টিকাকরণ কর্মযজ্ঞে গুরুত্বপূর্ণ অবদান, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মান প্রদান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল