পুজোর পরে করোনা সংক্রমনের গ্রাফ বাড়তে শুরু করার পরে, আরও বেশী করে টিকাকরণের লক্ষ্য নিচ্ছে জেলা প্রশাসন। তালিকায় পিছিয়ে নেই পশ্চিম বর্ধমান জেলাও। আসানসোল-দুর্গাপুর সহ জেলার বিভিন্ন জায়গায়, টিকাকরণের লক্ষ্য বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রথম দিন থেকে করানোর সঙ্গে লড়াইয়ের পর, টিকাকরনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নিচ্ছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। তাই দুর্গাপুরে বিশেষভাবে সম্মানিত করা হল এই ভ্যাকসিন যোদ্ধাদের।
advertisement
রাজ্যের সরকারি হাসপাতাল থেকে শুরু করে, ভ্যাকসিন সেন্টার, বেসরকারি ক্ষেত্রে লাগাতার টিকাকরণ কর্মসূচি চলছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ১০০ কোটি ভ্যাক্সিনেশন সম্পন্ন হওয়ার কথা ঘোষণা করেছে। আসানসোল পুরসভা, প্রত্যেকটি ওয়ার্ড ভ্যাক্সিনেশন সেন্টার করে মানুষের টিকাকরণের লক্ষ নিয়েছে। দুর্গাপুরে ব্যাপকহারে টিকাকরণ হচ্ছে। দিনরাত এক করে এই কাজ করে চলেছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। তাই ভ্যাক্সিনেশন কর্মসূচিতে অবদানের জন্য দুর্গাপুরে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের বিশেষভাবে সম্মানিত করা হল।
এদিন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে সম্বর্ধনা জানানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ধীমান মণ্ডলকে। তিনি বলেন, দেশজুড়ে ব্যাপক হারে যেভাবে ভ্যাক্সিনেশন হচ্ছে, সেখানে কেন্দ্রীয় সরকার, ভ্যাকসিন উদ্ভাবকদের মত কৃতিত্বের দাবীদার চিকিৎসকরাও। কারণ এত মানুষকে টিকা দেওয়া সম্ভব হচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের জন্য। তাই তিনি চিকিৎসকদের সম্বর্ধনা দিয়েছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপারের হাতে বিশেষ স্মারক তুলে দিয়েছেন তিনি। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। দেশজুড়ে ১০০ কোটি ডোজ ভ্যাকসিনেশন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
অন্যদিকে, জেলাজুড়ে আরও বেশি করে ভ্যাকসিন দেওয়ার মাত্রা নেওয়া হয়েছে। পুজোর সময় কিছু স্বাস্থ্যকর্মীরা ছুটি নেওয়ার ফলে, প্রতিদিন গড় টিকাকরণের সংখ্যা কিছুটা কমেছিল। তবে সেই সংখ্যা আবার বাড়ানো হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে পুরএলাকা গুলির থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে গ্রামীণ এলাকাগুলি। তবে সেই সমস্ত জায়গাগুলিতে ব্যাপকহারে ভ্যাক্সিনেশন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়মিত হচ্ছে নমুনা পরীক্ষা। সব মিলিয়ে করোনাকে কাবু করতে চিকিৎসকরা যে ভূমিকা নিচ্ছেন, তাকেই এদিন সম্মান জানিয়েছেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই।






