TRENDING:

Durga Puja Travel 2021|| একঘেয়েমি কাটিয়ে অন্য স্বাদের খোঁজ পেতে চান? পুজোয় ঘুরে আসুন পাহাড়ি কমলালেবুর গ্রাম সিটং

Last Updated:

Durga Puja 2021 Travel Guide: আপনি নিশ্চিই কার্শিয়ং (Kurseong), দার্জিলিং (Darjeeling) ও আরও কিছু ভ্রমণ স্থানের নাম ইতিমধ্যেই শুনেছেন। সেগুলির মধ্যেই অন্যতম সিটং।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিটং: আপনি নিশ্চিই কার্শিয়ং (Kurseong), দার্জিলিং (Darjeeling) ও আরও কিছু ভ্রমণ স্থানের নাম ইতিমধ্যেই শুনেছেন। কিন্তু যদি করোনার (Coronavirus) কারণে এই পুজোয় আপনি সমপরিমাণ সৌন্দর্য, নির্মলতা এবং শীতকালীন আশ্চর্যভূমি কম জণাকীর্ণ স্থলে উপভোগ করা চান, তবে হ্যাঁ, তবে সেই নতুন আশ্চর্য ভূখণ্ডটি সিটং (Sittong) ছাড়া আর কিছু নয়! দার্জিলিং থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত একটি শান্ত আবাস।
পুজোয় ঘুরে আসুন পাহাড়ি গ্রাম সিটং ।
পুজোয় ঘুরে আসুন পাহাড়ি গ্রাম সিটং ।
advertisement

প্রকৃত অর্থে একজন ভ্রমণকারীর (traveler) জন্য এই স্থান। তাহলে চা বাগান, বরফে ঢাকা চূড়া, ঐতিহ্যবাহী ভবনাদি এবং অবশ্যই হেরিটেজ ট্রয়ট্রেন (Heritage Toy train) সহ এই অফবিট গন্তব্য (offbeat destination) আপনার মনকে ভরিয়ে দেবে এবং আপনার মনে আজীবন স্মৃতি হয়ে রয়ে যাবে।

দার্জিলিং হিমালয় পাদদেশের সবচেয়ে ধরাছোঁয়ার বাইরের অংশগুলির মধ্যে অবস্থিত এই ছোট্ট মনোরম লেপচা গ্রামটি একটি উপত্যকায় অবস্থিত। যা একটি নদী (খোলা) দ্বারা আবদ্ধ এবং সবুজ পাহাড় দ্বারা সুরক্ষিত। সিটংয়ের (Sittong) প্রতিটি বাড়িতে একটি বাগান এবং প্রতিটি বাগানে কমলালেবুর গাছ রয়েছে। শীতের সময় ফল পাকলে পুরো গ্রাম কমলা-হলুদ হয়ে যায়। সিটং (Sittong) পরিদর্শন অনেকটা অতীতকে ফিরে পাওয়ার মতো। এখানে একটি বাঁশের সেতু, একটি গির্জা, কমলা বাগানের মধ্য দিয়ে চলাচলকারী কিছু গ্রামের পথ, কিছু ঝর্ণাধারা এবং গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা একটি নদী রয়েছে। যাকে স্থানীয়রা রিয়াং নদী (Riyang River) বলে।

advertisement

• কীভাবে সিটং (sittong) পৌঁছবেন: নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP Station - Siliguri) থেকে কালিঝোরা (Kalijhora) হয়ে ৫৪ কিলোমিটার দূরত্বে ঘালেটার এবং বিরিকদারা প্রায় ৫৯ কিলোমিটার দূরে। কালিঝোরা এবং বিরিকদারা উভয় দিক থেকে একটি সোজা রুট নিচের দিকে গিয়ে মানা ক্রসিংয়ে ছেদ করেছে, সেখান থেকে ডানদিকে  মিটার উতরাই ঘালেটার প্রধান রাস্তা অর্থাৎ আপনার গন্তব্য সিটং (sittong)।

advertisement

• উপযুক্ত সময় : সিটং (sittong) ভ্রমণের সেরা সময় হল মার্চ - জুন এবং সেপ্টেম্বর - ডিসেম্বর। এইসময় পুরো এলাকায় কমলার ব্যাপক উৎপাদন হয়। ফলে পুরো এলাকা কমলা কম্বলে আবৃত বলে মনে হয়।

• সিটংয়ের (sittong) নিকটবর্তী স্থান: 

advertisement

নামথিং পোখরি লেক (Namthing Pokhri Lake)- নামথিং পোখরিতে পাওয়া স্যালাম্যান্ডার জাতীয় গিরগিটির। যা শুধুমাত্র ভারতে পাওয়া এবং এর পোশাকি নাম টাইলোটোট্রিটন ভারুকোসাস। এটি জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে পাওয়া যায়।

মংপু বা মুংপু (Mongpu)- সিটং (sittong) ছাড়াও গন্তব্যস্থল হিসাবে জনপ্রিয় এই স্থানটি। এখান থেকে আপনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) কারণে বিখ্যাত হিল স্টেশন মংপু পরিদর্শন করতেই পারেন।

advertisement

যোগীঘাট (Yogighat)- স্টিল দ্বারা নির্মিত যোগীঘাট সেতু দুটি গ্রাম মংপু (Mongpu) এবং সিটংকে (Sittong) সংযুক্ত করে। এটি রিয়াং নদীর (Riyang River) উপর নির্মিত। এটি সিটং (Sittong) এলাকার একটি পর্যটনকেন্দ্র যেখানেঅনেক পর্যটক ইস্পাত নির্মিত এই সুন্দর সেতু এবং তার আশেপাশের সবুজ দেখতে যান।

লাটপঞ্চার ও অহলদারা (Latpanchar & Ahaldara)- লাতপঞ্চার (Latpanchar) একটি নতুন পর্যটনকেন্দ্র যা মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের পাহাড়ি অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। এটি দার্জিলিং (Darjeeling) জেলার কার্শিয়ং (Kurseong) বিভাগে পরে।

মালদিরাম বা মহলদিরাম (Maldiram or Mahaldiram)- এটি কার্শিয়ং (Kurseong) অঞ্চলের একটি বিখ্যাত চা বাগান, যেটি মেঘ এবং কুয়াশায় ঘেরা। সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০০ ফুট উপরে অবস্থিত।

সিটংয়ের (sittong) পাশাপাশি নিকটবর্তী এই স্থানগুলো যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। অফবিটে জায়গা (offbeat tourist destination) যদি আপনাদের প্রথম পছন্দ হয়ে থাকে তবে এবার পুজোয় (Durga puja 2021) আপনাদের ডেস্টিনেশন (destination) হোক সিটং (Sittong)।

সেরা ভিডিও

আরও দেখুন
সাগরে বসেই মিলবে টাটকা মাল! কেক, প্যাটিস আনতে আর দৌড় নয়
আরও দেখুন

ভাস্কর চক্রবর্তী

বাংলা খবর/ খবর/Local News/
Durga Puja Travel 2021|| একঘেয়েমি কাটিয়ে অন্য স্বাদের খোঁজ পেতে চান? পুজোয় ঘুরে আসুন পাহাড়ি কমলালেবুর গ্রাম সিটং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল