সংগঠন সূত্রে খবর, প্রত্যেক রবিবার করে সকাল ৯টা - ১১টা পর্যন্ত শিলিগুড়ি শহরে চলবে এই ক্যাম্প। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি পদে উপস্থিত শিলিগুড়ির সহকারী কমিশনার রাজেন ছেত্রী। পাশাপাশি রোটারী ক্লাবের তরফে সুনীল কুমার সিনহা এই উদ্যোগকে সাধুবাদ জানান।
এদিনের অনুষ্ঠানে রোটারী ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটনের তরফে উপস্থিত ছিলেন রাজেশ আগরওয়াল, মনীশ আগরওয়াল, সন্দীপ ঘোষাল, শিব শংকর সরকার, সঞ্জয় শর্মা, রাকেশ গর্গ, দেবাশীষ ঢালি, ভীম সেন গোয়েল, সঞ্জয় কুমার গুপ্ত, লীলাধর সারোগি, গোবিন্দ মিত্তল সহ প্রমুখরা।
advertisement
এই বিষয়ে রোটারী ক্লাবের সম্পাদক (Secretary) জ্যোতি দে সরকার বলেন, 'রোটারী ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটন আরও এমন উদ্যোগ নিতে থাকবে। এমন দুর্যোগের দিনে আমরা সবাইকে এক হয়ে কোভিডের বিরুদ্ধে লড়তে হবে।'
অন্যদিকে, জনতানগর স্পোর্টিং ক্লাবের সভাপতি পিন্টু সাহা জানান, তারা রোটারী ক্লাবের এই প্রকার জনকল্যাণ মূলক কাজে সব সময় সমর্থন করবেন।