এদিন মুক্তাঙ্গনের নির্দেশক রীনা ভারতী বলেন, \'একটি গাছ শুধুমাত্র একটি প্রাণ নয়, অনেক প্রাণ। পরিবেশের বিভিন্ন উপাদানকে খুব যত্ন সহকারে ব্যবহার করা উচিত। যথেচ্ছ ব্যবহারের ফলে পরিবেশ দূষণের মাত্রা বেড়েই চলেছে এবং পরিবেশের সঞ্চিত সম্পদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সেই বিষয়ে মানুষকে সচেতন করতেই এই পথনাটক।\'
পাশাপাশি, মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সভাপতি অলোক সুধীর সরকার বলেন, \'মুক্তাঙ্গন সারাবছরই মঞ্চ নাটকের সঙ্গে নানান ধরনের সামাজিক কাজে যুক্ত থাকি। বর্তমান পরিস্থিতিতে আমরা বুঝতে পারছি পরিবেশ আমাদের জন্য কতটা প্রয়োজনীয় এবং গাছ আমাদের বন্ধু। আমাদের উচিত পরিবেশকে রক্ষা করা।\'
advertisement
অন্যদিকে, স্থানীয় বাসিন্দা সুবল মহন্ত জানান, মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী ইতিপূর্বেই বহুবার তাঁদের অঞ্চলে সচেতনতামূলক নাটক করে গিয়েছে। এবারে সঙ্গে যুক্ত হয়েছে এই গাছের চারা বিতরণের অনুষ্ঠান। যা খুবই প্রশংসনীয়।
ভাস্কর চক্রবর্তী






