TRENDING:

অরণ্য সপ্তাহে চারাগাছ বিতরণ ও পথনাটিকা জলপাইগুড়িতে

Last Updated:

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সম্পাদিকা মৌসুমী, জৈত্র, বানীব্রত, অমিতাভ, সংহিতা, সুলগ্নারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী মঞ্চ নাটকের পাশাপাশি বরাবরই পরিবেশ ও সমাজ সচেতনতামূলক পথনাটক পরিবেশন সহ নানান সামাজিক কর্মে যুক্ত থাকে। সেই ধারাকে বজায় রেখেই অরণ্য সপ্তাহ উপলক্ষে  জলপাইগুড়ির ইন্দিরা কলোনিতে যথাযথ সামাজিকবিধি মেনে পরিবেশ সংরক্ষণ বিষয়ক পথনাটকের আয়োজন করা হয় নাট্যগোষ্ঠীর তরফে। পরিবেশিত হয় রীনা ভারতী নির্দেশিত ও রচিত পথনাটক \'প্রকৃতি আমাদের বন্ধু\'। এই অনুষ্ঠানে বনদপ্তরের সহাযোগিতায় স্থানীয় মানুষদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয় এবং তাঁরা যেন সেই গাছের চারার সঠিক পরিচর্যা করে বড় করে তোলেন, সেই বিষয়েও সচেতন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সম্পাদিকা মৌসুমী কুণ্ডু, সহ-সম্পাদক জৈত্র ভারতী, সদস্য বানীব্রত মণ্ডল, শুভম কুণ্ডু, অমিতাভ চক্রবর্তী, সংহিতা চন্দ, সুলগ্না চক্রবর্তী প্রমুখ।
advertisement

এদিন মুক্তাঙ্গনের নির্দেশক রীনা ভারতী বলেন, \'একটি গাছ শুধুমাত্র একটি প্রাণ নয়, অনেক প্রাণ। পরিবেশের বিভিন্ন উপাদানকে খুব যত্ন সহকারে ব্যবহার করা উচিত। যথেচ্ছ ব্যবহারের ফলে পরিবেশ দূষণের মাত্রা বেড়েই চলেছে এবং পরিবেশের সঞ্চিত সম্পদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সেই বিষয়ে মানুষকে সচেতন করতেই এই পথনাটক।\'

পাশাপাশি, মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সভাপতি অলোক সুধীর সরকার বলেন, \'মুক্তাঙ্গন সারাবছরই মঞ্চ নাটকের সঙ্গে নানান ধরনের সামাজিক কাজে যুক্ত থাকি। বর্তমান পরিস্থিতিতে আমরা বুঝতে পারছি পরিবেশ আমাদের জন্য কতটা প্রয়োজনীয় এবং গাছ আমাদের বন্ধু। আমাদের উচিত পরিবেশকে রক্ষা করা।\'

advertisement

অন্যদিকে, স্থানীয় বাসিন্দা সুবল মহন্ত জানান, মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী ইতিপূর্বেই বহুবার তাঁদের অঞ্চলে সচেতনতামূলক নাটক করে গিয়েছে। এবারে সঙ্গে যুক্ত হয়েছে এই গাছের চারা বিতরণের অনুষ্ঠান। যা খুবই প্রশংসনীয়।

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

ভাস্কর চক্রবর্তী

বাংলা খবর/ খবর/Local News/
অরণ্য সপ্তাহে চারাগাছ বিতরণ ও পথনাটিকা জলপাইগুড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল