TRENDING:

ফের দেশে কমলেও জেলায় বাড়ছে সংক্রমণের হার, উদ্বেগে প্রশাসন

Last Updated:

এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দার্জিলিং জেলায় নতুন করে ৮৮ জন করোনা সংক্রামিতের হদিস মিলেছে। সেখানে গত ২৪ ঘন্টায় ৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: ফের জেলাজুড়ে করোনা সংক্রমণের গ্রাফ বাড়ল। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই খবর। যার ফলে কার্যত অস্বস্তিতে জেলা প্রশাসন। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দার্জিলিং জেলায় নতুন করে ৮৮ জন করোনা সংক্রামিতের হদিস মিলেছে। সেখানে গত ২৪ ঘন্টায় ৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
advertisement

এদিকে, শিলিগুড়ি পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮ জন করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ৪০ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন সংক্রামিত হয়েছে। তবে সুকনায় ৮ জন, কার্শিয়ংয়ে ৪ জন, মিরিকে ৩ জন, বিজনবাড়িতে ৯ জন করোনা সংক্রামিতের খোঁজ মিলেছে। অন্যদিকে, তাকদহে ২ জন ও সুখিয়াপোখরিতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জন সংক্রামিতে খোঁজ মিলেছে। এছাড়া মাটিগাড়ায় ১০ জন, খড়িবাড়িতে ২ জন, নকশালবাড়িতে ৭ জন সংক্রামিত হয়েছেন। তবে ফাঁসিদেওয়ায় ২৪ ঘন্টায় নতুন করে করোনায় ২ জন সংক্রামিতের খোঁজ পাওয়া গিয়েছে।

advertisement

অন্যদিকে, দেশে তিনমাসে ৪০ হাজারের নীচে নামল দৈনিক করোনা সংক্রমণ। গতকালের তুলনায় কমেছে দৈনিক সংক্রমণ। কমেছে মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯,৭৯৬। মৃত্যু হয়েছে ৭২৩ জনের। সুস্থ হয়েছেন ৪২,৩৫২ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৩,২৭৯।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০৫,৮৫,২২৯। মৃত্যু হয়েছে ৪,০২,৭২৮ জনের। সুস্থ হয়েছেন ২,৯৭,০০,৪৩০ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৪,৮২,০৭১।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে সপ্তম স্থানে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,০৫,৩৯৪। মৃত্যু হয়েছে ১৭,৭৯৯ জনের। সুস্থ হয়েছেন ১৪,৬৮,৮১৫ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১৮,৭৮০।

বাংলা খবর/ খবর/Local News/
ফের দেশে কমলেও জেলায় বাড়ছে সংক্রমণের হার, উদ্বেগে প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল