TRENDING:

'উনি অভিজ্ঞ রাজনীতিবিদ, যা করেছে ভেবেই করেছে': রাজু বিস্ট

Last Updated:

তিন বছর নয় মাস পর নিজের ‘ঘরের ছেলে’ ঘরে ফিরলেন। তিনি মুকুল রায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: তিন বছর নয় মাস পর নিজের ‘ঘরের ছেলে’ ঘরে ফিরলেন। তিনি মুকুল রায়। বিজেপির সর্বভারতীয়-সহ সভাপতির পদ ছেড়ে এখন সপুত্র তৃণমূলের সদস্য তিনি। বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন মুকুল। যদিও ঘরওয়াপসি'র কারণ এখনও অধরাই রইল। ঘাসফুল মুকুলিত করে তিনি মন্তব্য করেন, 'বিজেপি করব না বলেই তৃণমূলে এলাম। কেন বিজেপি ছেড়ে তৃণমূলে এলাম তা লিখিতভাবে বিস্তারিত জানাব।' কিন্তু কবে জানাবেন? এই প্রশ্ন মুকুলিতই রইল।
advertisement

তবে ঘাসফুলে প্রত্যাবর্তন প্রসঙ্গে সরব বঙ্গ বিজেপি। দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিস্ট অবশ্য মুকুলবাবুর প্রশংসাই করেন। তিনি বলেন, ‘উনি অভিজ্ঞ রাজনীতিবিদ’।

যদিও মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ট বলেন, 'মুকুলবাবু রাজনীতিতে এক অভিজ্ঞ নেতা। উনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা আশা করি ভেবে চিন্তেই নিয়েছেন। গণতন্ত্রের সুবিধা এই যে সকলেই তাঁর নিজস্ব মতামত রাখতে পারেন। আশা করি, মুকুলবাবুও তৃণমূলে গিয়েছেন ভাবনা চিন্তা করেই। বাংলায় যদিও গণতন্ত্রের স্থান নেই। তবে, ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের পক্ষে। তাই মুকুলবাবুর সিদ্ধান্তকে দল সম্মান জানায়। দলবদল তাঁর সম্পূর্ণই ব্যক্তিগত।'

advertisement

সাংসদ আরও বলেন, 'দুঃখের বিষয় যে এখন সেই স্বাধীনতা পশ্চিমবঙ্গে আর নেই। যদি কেউ তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেয় তবে তাঁদের উপর হামলা, এমনকি তাঁদের গুলি বারুদের শিকার হতে হচ্ছে। তৃণমূল তাদের গুন্ডা এবং পুলিশকে দিয়ে তাঁদের পরিবারকে শাসাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গে বোমা, বারুদ এবং গুলির রাজনীতি শেষ করতে চাই। আমাদের কর্তব্য যে আমরা আমাদের রাষ্ট্রের মানুষের সেবা করি, আমরা তা করে যাব।'

advertisement

Vaskar Chakraborty

বাংলা খবর/ খবর/Local News/
'উনি অভিজ্ঞ রাজনীতিবিদ, যা করেছে ভেবেই করেছে': রাজু বিস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল