TRENDING:

তারাপীঠ পরিক্রমা করবে না তারা মায়ের রথ, সিদ্ধান্ত মন্দির কমিটির

Last Updated:

আসন্ন রথযাত্রা এবং উল্টো রথে এবার তারা মায়ের রথ পরিক্রমা করবে না তারাপীঠ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাধব দাস, বীরভূম : সামনেই রথযাত্রা। বীরভূমের অন্যান্য পাঁচ জায়গার মতো এই দিনটিতে তারাপীঠ তারা মায়ের রথযাত্রা বের করা হয়। তারা মায়ের সেই রথ পরিক্রমা করে থাকে তারাপীঠ। রাজবেশে মাকে সাজিয়ে এই পরিক্রমা করানো হয়। কিন্তু আসন্ন রথযাত্রা এবং উল্টো রথে এবার তারা মায়ের রথ পরিক্রমা করবে না তারাপীঠ। এমনই সিদ্ধান্ত নিতে দেখা গেল তারাপীঠ মন্দির কমিটির সদস্যদের।
advertisement

তারা মায়ের রথ তারাপীঠ পরিক্রমা না করানোর কারণ হিসেবে মন্দির কমিটির তরফে মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, \"করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই মন্দির কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সংক্রমণ কিছুটা কমলেও তা এখনো একেবারে আয়ত্তে আসেনি। এই পরিস্থিতিতে যাতে সংক্রমণ পুনরায় ছড়িয়ে না যায় তার জন্য মন্দির কমিটি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।"

advertisement

তিনি আরও জানিয়েছেন, "দেশ এবং রাজ্যের আরও বড় বড় রথযাত্রা যে সকল জায়গায় হয়ে থাকে তারা যেভাবে ভক্তশূন্য পরিবেশে রথ যাত্রার আয়োজন করেছেন সেই একই পথ আমরা অনুসরণ করছি। তবে রথ বের করা না হলেও রীতিনীতি মেনে রথযাত্রার দিন যেভাবে তারা মায়ের পুজো করা হয় সবকিছুই করা হবে।"

প্রতিবছর তারাপীঠের এই রথযাত্রা দর্শনের জন্য তারাপীঠ এবং বীরভূমের বিভিন্ন এলাকা ছাড়াও অন্যান্য জায়গা থেকেও অজস্র ভক্তের আগমণ হয়ে থাকে। ভীড়ে ঠাসা পরিবেশেই তারা মায়ের রথ মন্দির থেকে বেরিয়ে তারাপীঠ পরিক্রমা করে পুনরায় মন্দিরে আসে। তবে বর্তমান অতিমারি কালে এই রথ বের করা হলে সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে বলেই মনে করছেন তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা।

advertisement

তারাপীঠ মন্দির কমিটির তরফে তারা মায়ের রথ পরিক্রমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'কোভিড পরিস্থিতির কারণে চলতি বছর তারা মায়ের সোজা এবং উল্টোরথ পরিক্রমা বন্ধ থাকবে।"

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তবে তারা মায়ের এই রথ পরিক্রমা শুধু এই বছর নয়, গতবছরও বন্ধ ছিল। গত বছরও একই কারণে তারাপীঠ মন্দির কমিটি তারা মায়ের রথ পরিক্রমা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। আর পরপর দু'বছর করোনা পরিস্থিতির কারণে তারা মায়ের রথ পরিক্রমা বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই বিষন্ন পুণ্যার্থীরা।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
তারাপীঠ পরিক্রমা করবে না তারা মায়ের রথ, সিদ্ধান্ত মন্দির কমিটির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল