TRENDING:

হাইকোর্টের নির্দেশে রুপণারায়ণ নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা ভাঙল প্রশাসন

Last Updated:

মহিষাদল ব্লকের রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় আটটি অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে অভিযান চালালো ব্লক প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মহিষাদল:   মহিষাদল ব্লকের রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় আটটি অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে অভিযান চালালো ব্লক প্রশাসন। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইটভাটাগুলো ভাঙার কাজ শুরু হয়েছে। ইটভাটা গুলির বিরুদ্ধে স্থানীয় মানুষের অভিযোগ জানিয়েছিল। স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ জানিয়েছিল কলকাতা হাইকোর্টের গ্রিন ট্রাইবুনাল বেঞ্চে। অবৈধভাবে ইটভাটা গুলি করে ওঠার পর ইটভাটার চিমনির ধোঁয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এমনই অভিযোগ করে এলাকাবাসীরা।
advertisement

স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে মহিষাদল ব্লকের নাটশাল এক নম্বর ও নাটশাল  দু'নম্বর গ্রামপঞ্চায়েত এলাকার রুপণারায়ণ নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ইটাভাটা ভাঙ্গলো স্থানীয় প্রশাসন। ৩০ জুলাই শুক্রবার সকালে উন্নত প্রযুক্তির মেশিন জেসিবি দিয়ে ইটভাটা ভাঙার কাজ শুরু করে।  মহিষাদল থানার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে চারটি ইটভাটা ভাঙার কাজ শুরু হয়। আগামীদিনে আরও চারটি ইটভাটা ভাঙার কাজ শুরু হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন মহিলাদলের বিএলআরও, বিডিও সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে ইটভাটা ভাঙার কাজ করা হয়।

advertisement

স্থানীয় এলাকাবাসীর কথায়, খুব কম সময়ের মধ্যে রুপনারায়ণ নদীর পাড়ে একাধিক ইটভাটা অবৈধভাবে গড়ে ওঠে।এর ফলে পরিবেশ দূষণের পাশাপাশি অবৈধভাবে নদীর চর থেকে মাটি তুলে নেওয়া হচ্ছে। যে কারণে নদীর ভাঙ্গন বাড়ছে। এলাকায় সুস্থ পরিবেশ গড়ে উঠুক এবং নদী ভাঙ্গন রোধ করুক প্রশাসন। আমরা এই  আবেদন জানাই প্রশাসনের কাছে। প্রশাসন আমাদের আবেদনে সাড়া দিয়ে ব্যবস্থা গ্রহণ করায় আমরা খুশি, বলছেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল জানান, "স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে রুপনারায়ণ নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা আটটি ইটভাটা ভাঙার নির্দেশ এসেছে। সেই নির্দেশ অনুসারে প্রাথমিকভাবে চারটি ইটভাটা ভাঙ্গার কাজ শুরু হয়েছে। আগামীদিনে বাকি আরও চারটা ইটভাটা ভাঙার কাজ শুরু হবে।"

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/Local News/
হাইকোর্টের নির্দেশে রুপণারায়ণ নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা ভাঙল প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল