TRENDING:

Purba Medinipur News: যন্ত্রণার নাম রেলগেট! মুক্তি চায় পাঁশকুড়াবাসী

Last Updated:

কথায় আছে 'টাইম ইজ মানি', কিন্তু কাজে বেরিয়ে মানুষের অর্ধেক সময় চলে যায় রেলগেটে। পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ মিশ্রের দাবি 'রেল বা কেন্দ্র সরকারের উদাসীনতার শিকার পাঁশকুড়া শহরবাসী।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব মেদিনীপুর: প্রতিদিনের যন্ত্রণা থেকে মুক্তি চায় পাঁশকুড়াবাসী। দিন যত যাচ্ছে যন্ত্রণা তত বাড়ছে। নিজেদের যাতায়াতের পথে দীর্ঘক্ষণ রেলগেটে আটকে পড়ে থাকতে হয় পাঁশকুড়া শহরের মানুষজনদের। পূর্ব মেদিনীপুর জেলার উত্তর-পশ্চিম প্রান্তের শহর পাঁশকুড়া। পাঁশকুড়া শহরের ওপর দিয়েই বয়ে গেছে, দক্ষিণ-পূর্ব রেল শাখার খড়গপুর হাওড়া লাইন।
advertisement

পাঁশকুড়া জংশন দক্ষিণ-পূর্ব রেল শাখার অন্যতম একটি জংশনও। প্রতিদিন এই জংশন থেকে খড়গপুর ও হাওড়ার দিকে বহু লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন, মেল ট্রেন ও মাল গাড়ি যাতায়াত করে। দিন যত এগোচ্ছে ততই দক্ষিণ-পূর্ব রেল শাখার হাওড়া ও খড়গপুর লাইনে গাড়ি চাপ বাড়ছে। ফলে যন্ত্রণা বাড়ছে পাঁশকুড়া শহরের বাসিন্দাদের।

আরও পড়ুন - মিড ডে মিলে এবার প্রযুক্তি, মোবাইল অ্যাপ দিয়ে রমরমিয়ে চলছে নজরদারি

advertisement

পাঁশকুড়া নতুন বাজার সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে রাস্তা গিয়ে মিশেছে মেছোগ্রাম এর কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে। এই রাস্তার উপর রয়েছে স্কুল, কলেজ ও বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান। এছাড়াও এই রাস্তার ওপর দিয়েই পাঁশকুড়া, ঘাটাল, আরামবাগ সহ বিভিন্ন রুটের বাস যাতায়াত করে। কিন্তু যাতায়াতের সময় মানুষজনদের ও বাস ছোট গাড়ি সহ নানা যানবাহনকে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় রেলগেটে।

advertisement

আরও পড়ুন - Dwijendralal Ray's Birth Anniversary: ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে কাজলাগড়, সেখানেই ডিএল রায়ের জন্মবার্ষিকী পালন

এই রেলগেট একবার বন্ধ হলেই ৪৫ থেকে ১ ঘন্টা সময় লাগে তা আবার খুলতে৷ ফলে যাতায়াতের পথে প্রতিদিন দীর্ঘক্ষণ আটকে পড়ে থাকতে হয়। সারাদিনে একবার নয় বহুবার এই ঘটনার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের৷  ফলে মানুষজনকে চরম ভোগান্তি পোহাতে হয়। পাঁশকুড়া শহরের সাধারণ মানুষজনেরা চাইছেন এই জায়গায় একটি ওভার ব্রিজ তৈরি হোক তাহলেই সাধারণ মানুষের সমস্যা মিটবে। যদিও এ বিষয়ে পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ মিশ্রের দাবি 'রেল বা কেন্দ্র সরকারের উদাসীনতার শিকার পাঁশকুড়া শহরবাসী।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/Local News/
Purba Medinipur News: যন্ত্রণার নাম রেলগেট! মুক্তি চায় পাঁশকুড়াবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল