বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর বেশি বাকি নেই। খুঁটি পূজার মধ্য দিয়ে ঢাকে কাঠি পড়ে গেছে দুর্গাপুজোর। ভ্রমণ পিপাসু বাঙালির পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা সারা। হেমন্ত পাশে বাঙ্গালীদের কাছে খুব পছন্দের সমুদ্র সৈকত দিঘা। দিঘা সমুদ্র সৈকতের আকর্ষণে ভ্রমণ পিপাসু বাঙালি পর্যটক বারবার দিঘা এসেছে। বাঙালিদের কাছে চিরদিনের হট ডেস্টিনেশন দিঘা।
advertisement
কলকাতা থেকে দিঘায় আসতে হলে হাওড়া থেকে ট্রেই বা বাস দুই করে আসা যায়। হাওড়া থেকে দিঘা যাওয়ার জন্য সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন চালু হলেও প্রতিদিন কোন এক্সপ্রেস ট্রেন চলছিল না। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ের কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর সাত সেপ্টেম্বর বুধবার থেকে চাকা গড়ালো হাওড়া দিঘা স্পেশাল এক্সপ্রেস ট্রেন। তাম্রলিপ্ত এক্সপ্রেস এর সময়সূচী চলছে ট্রেন।
এই ট্রেন চলার ফলে পর্যটকদের দিঘায় আসার আরও সুবিধা হল। প্রতিদিন সকাল ১০.১৫ টার সময় হাওড়া - দিঘা এক্সপ্রেস স্পেশাল ট্রেন এসে দিঘায় যাত্রী নিয়ে পৌঁছাবে, আবার এই ট্রেনটি ১০-৪৫ টায় দিঘা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। জানা গেছে, ০২২৫৭ আপ প্রতিদিন হাওড়ায় ৬.৫০ টায় ছেড়ে আসবে দিঘায় পৌছাবে ১০.১৫ টায় । আবার ঐ ট্রেনটি ০২২৫৮ ডাউন ১০-৩৫ টায় দিঘা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হবে এবং ১.৫০ টায় হাওড়ায় পৌছবে।
এই হাওড়া-দিঘা স্পেশাল ট্রেনটি যাত্রাপথে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেছেদা, তমলুক, কাঁথি ও রামনগরে থামবে যাত্রী ওঠানামার জন্য। ফলে শুধু ভিন্ন জেলার পর্যটকরা নয়, জেলার বিভিন্ন এলাকার মানুষ দিঘা যেতে চাইলে তাদেরও ক্ষেত্রে এই ট্রেন সুবিধা করে দিয়েছে। তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর স্পেশাল ট্রেন হিসাবে চলাচল শুরু করল। পুজোর আগেই এই প্রত্যাহিক হাওড়া-দিঘা স্পেশাল ট্রেন চালু হওয়ায় খুশি পর্যটকেরা।