TRENDING:

Haldia News| Bengali News: হলদিয়ায় মাছ চাষের পাশাপাশি বক্স-ক্রাব পদ্ধতিতে কাঁকড়া চাষের প্রসার বাড়ছে

Last Updated:

Haldia News| Bengali News: বাক্স পদ্ধতিতে কাঁকড়ার চাষ বাড়ছে হলদিয়ায় !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হলদিয়া:    হলদিয়ার (Haldia)  মাছ চাষ ( carb farming in Haldia ) সারা রাজ্যে সাড়া ফেলে দিয়েছে। অভিনব পদ্ধতিতে নিত্যনতুন মাছ চাষে রাজ্য জুড়ে পথ দেখাচ্ছে হলদিয়া। মাছ চাষের সঙ্গে সঙ্গেই বাক্স পদ্ধতিতে কাঁকড়া চাষের প্রশাসন দ্রুত বিস্তার লাভ করছে হলদিয়া। অত্যন্ত লাভজনক এই কাঁকড়া চাষে হলদিয়ার বহু মাছ চাষে আগ্রহ দেখাচ্ছে। ঈষদ নোনা জলের পুকুরে মাছ চাষের পাশাপাশি বাক্স পদ্ধতিতে কাঁকড়ার চাষ প্রভাব বিস্তার করছে হলদিয়ায়।
advertisement

হলদিয়ার হলদি নদীর তীরবর্তী এলাকায় ও নয়াচরে কাঁকাড়ার (carb farming in Haldia ) চাষ বেশ জনপ্রিয় হচ্ছে। এই সব এলাকার প্রসেনজিৎ জানা, সুকুমার আড়ি, শম্ভু মাইতি, অমিত বেরা প্রভৃতি কাঁকড়া চাষি আধুনিক পদ্ধতি অনুসরন করে লাভ জনক কাঁকড়া চাষ করছে।  তাদের অর্থনৈতিক পরিবেশ অনেকটাই বদলে গেছে কাঁকড়া চাষে। তাদের উৎপাদিত কাঁকড়া থাইল্যান্ড চীন জাপানসহ বিদেশের বিভিন্ন বাজারে রপ্তানি হচ্ছে।

advertisement

হলদিয়ার মৎস্যচাষ (carb farming in Haldia ) সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু জানান, কাঁকড়া চাষের আধুনিক লাভজনক এই পদ্ধতির নাম “বক্স ক্রাব টেকনোলজি” বা বাক্স-পদ্ধতি, এই পদ্ধতি অবলম্বনে চাষ করছেন এলাকার কাঁকড়া চাষিরা। এতে পুকুরে মাছ চাষের সঙ্গে সঙ্গে বাক্সতে কাঁকড়া চাষ করা যায়। ঈষদ নোনা জলের পুকুরে মাছের সঙ্গে সঙ্গে বাক্সতে কাঁকড়া চাষ করা যায়। পুরুষ কাঁকড়ার চাষ ১০-১২ দিনের আর স্ত্রী কাকঁড়া (carb farming in Haldia ) ২৫-৩০ দিনের চাষ অত্যন্ত লাভজনক এই পদ্ধতিতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/Local News/
Haldia News| Bengali News: হলদিয়ায় মাছ চাষের পাশাপাশি বক্স-ক্রাব পদ্ধতিতে কাঁকড়া চাষের প্রসার বাড়ছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল