TRENDING:

Bardhaman news| bangla news: বর্ধমানের নতুন আকর্ষণ 'আই লাভ বর্ধমান' ! তৈরি হল সেলফি পয়েন্ট

Last Updated:

Bangla news: উত্তরবঙ্গের মতো এবার দক্ষিণবঙ্গেও তৈরি হল সেলফি পয়েন্ট। বর্ধমান শহরে তৈরি হল 'আই লাভ বর্ধমান' সেলফি পয়েন্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : ছবি তুলতে কে না ভালবাসে। আজ কাল তো আবার সেলফির যুগ। আট থেকে আশি সকলেই মজেছেন সেলফি, গ্রুপফিতে। রাস্তাঘাটে যেখানেই সেখানে চোখ ঘোরালেই দেখা যায় সেলফি (selfie zone ) তুলতে ব্যস্ত মানুষজনদের। আর যদি থাকে সেলফি পয়েন্ট তাহলে তো কোনও কথাই নেই।
advertisement

উত্তরবঙ্গে গেলেই লক্ষ্য করা যায় সেলফি পয়েন্ট(Bardhaman news)। তবে এখন শুধু উত্তরবঙ্গেই নয়, দক্ষিণবঙ্গগেও তৈরি হয়েছে সেলফি পয়েন্ট। পূর্ব বর্ধমানের প্রবেশ করলেই দেখা মিলবে সেলফি পয়েন্টের। 'আই লাভ বর্ধমান' লেখা ফলক। সন্ধ্যে হতেই আলোর রোশনায় সেজে ওঠে 'আই লাভ বর্ধমান'। শহরের প্রাণকেন্দ্র বীরহাটায় বাঁকা নদের উপর ব্রিজের ধারেই তৈরি করা হয়েছে এই ফলক। পুরসভার উদ্যোগেই জেলা সৌন্দর্যায়নের জন্য তৈরি হল এই সেলফি পয়েন্ট।

advertisement

শুধু এই একটিই না শহরের আরও পাঁচটি জায়গায় এভাবেই(Bardhaman news) তৈরি হবে সেলফি পয়েন্ট তেমনটাই জানা গিয়েছে পুরসভা সূত্রে। 'স্বাগত' ফলক থাকবে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা উল্লাস মোড়ে। ‘প্রাণের শহর বর্ধমান’ বসবে জিটি রোডে। একইভাবে নবাবহাট মোড়, সর্বমঙ্গলা মন্দির, পীর বাহারাম ও দামোদরের চর সেজে উঠবে ফলকে। নতুন পুরমন্ডলীই এই উদ্যোগ নিয়েছে। যা জেলার তো বটেই জেলার বাইরেও নজর কেড়েছে অনেকের।

advertisement

সন্ধ্যা হতেই সাধারণের আনাগোনা(Bardhaman news) বাড়ছে বীরহাটা ব্রিজে। কেউ সেলফি তুলছেন, কেউ আবার অপেক্ষা করছেন কখন তাঁর সুযোগ আসবে। আবার অনেকে তো চাক্ষুষ করতে আসছেন এই ব্রিজে। যুবক-যুবতী থেকে শুরু করে মধ্য বয়স্ক বাদ যাচ্ছেন না কেউই। উৎসবের মরশুমে এই সেলফি পয়েন্ট ঘিরে চড়ছে উন্মাদনার পারদ।

স্থানীয়রা বলেন, পুজোর মরশুমে(Bardhaman news) এভাবে নিজের জেলাতেই সেলফি পয়েন্টে দাড়িয়ে ছবি তুলবো এটা ভাবতেই পারি নি। দারুন লাগছে এভাবে ছবি তুলতে। আর সেই ছবি যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি তখন সকলেই কৌতূহলী হয়ে নানা প্রশ্ন করছে। জেলাকে আরও বেশি জনপ্রিয় করে তুলবে এই ফলক। শহর সৌন্দর্যায়নে পুরসভার এই উদ্যোগে সাধুবাদ জানান তাঁরা।

advertisement

আই লাভ দার্জিলিং , আই লাভ মিরিক ছবিপ্রেমীদের (Bardhaman news)নজর কাড়ে এই স্থান গুলি। তবে এবার সেই তালিকায় নিজের নাম জুড়ে ফেললো ঐতিহ্যবাহী শহর বর্ধমান। জেলার সৌন্দর্যায়নের মুকুটে যে নয়া পালক যোগে করল এই ' আই লাভ বর্ধমান' তা সত্যিই বলার অপেক্ষা রাখে না।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Malobika Biswas 

বাংলা খবর/ খবর/Local News/
Bardhaman news| bangla news: বর্ধমানের নতুন আকর্ষণ 'আই লাভ বর্ধমান' ! তৈরি হল সেলফি পয়েন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল