TRENDING:

Burdwan news: লক্ষ্মী পুজোয় লক্ষ্মী লাভের আশায় দোকানিরা

Last Updated:

Burdwan news: এবছরও চড়া দাম বাজারে। কেনাকাটায় কাটছাঁট ক্রেতাদের। স্বাভাবিকভাবেই কপালে ভাঁজ বিক্রেতাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান : উমার বিদায়ের বিষন্নতা কাটতে না কাটতেই হাজির  কোজাগরী লক্ষ্মী। প্রতিটি ঘরে ঘরে আরাধনা হচ্ছে লক্ষ্মীর (Lakshmi puja 2021) । ইতিমধ্যেই বর্ধমানের বিভিন্ন জায়গায় প্রতিমার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
photo source local 18
photo source local 18
advertisement

লক্ষ্মী পুজোয়(Lakshmi puja 2021)লক্ষ্মী লাভের আশায় পুজোর নানা সামগ্রী সাজিয়েছেন ব্যবসায়ীরা। কিছুটা হলেও বাদ সেধেছে নিম্নচাপের বৃষ্টি । এছাড়াও গত বছরের চেয়ে এবছর দাম বেড়েছে জিনিসের। ক্রেতারা দাম শুনেই ফেরাচ্ছেন মুখ । ফলে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে ।

প্রতিমাা থেকে শুরু করে পুজোর (Lakshmi puja 2021) সব জিনিসেই বেড়েছে দাম। গতবছর করোনা আবহে ভাটা পরেছিল বিক্রিতে। এবছর কিছুটা হলেও আশার আলো দেখেছিল ব্যবসায়ীরা । তবে বিক্রিতে কাটা হয়ে দাঁড়াল বৃষ্টি। এবছর বারংবার আবহাওয়ার খামখেয়ালিপনা দেখেছে বর্ধমানবাসী। যার জেরে দাম বেড়েছে জিনিসের ।  দামের ছ্যাঁকায় নাজেহাল হচ্ছেন ক্রেতারা। লিস্ট মিলিয়ে বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন অনেকেই। ফলে মুখ ভার করে বাড়ি ফিরছেন ক্রেতাদের একাংশ।

advertisement

বিক্রেতারা বলছেন, গতবছর বিক্রিবাটা হয়নি। এবছর ভেবেছিলাম সহায় হবেন মা লক্ষ্মী(Lakshmi puja 2021)। তবে এ বছরও একই অবস্থা। জিনিসের দাম এতটাই চড়া আমাদের বাধ্য হয়েই বেশি দামের জিনিস বিক্রি করতে হচ্ছে। ছোট মূর্তির দাম ১০০ টাকার কাছাকাছি। বড় মূর্তির দাম ৫০০ থেকে ৭০০। এছাড়াও খড়ের মূর্তির দাম তো আরও বেশি।

advertisement

ক্রেতাদেরর একাংশ বলছেন,  এবছর জিনিসের দাম এতটাই বেড়েছে যে ২০০ এর জায়গায় ১০০ আবার ৫০০ এর জায়গায় ২৫০ কিনতে হচ্ছে । কোনরকম নব নব করেই এবছর পুজো সেরে ফেলতে হবে মনে হচ্ছে।

মঙ্গলবারর সন্ধ্যে থেকেই পূর্ণিমা। তাই মঙ্গল ও বুধবার এই দুদিনই আরাধনা হবে লক্ষ্মীর। সুতরাং যত দ্রুত সম্ভব প্রতিমা বিক্রি (Lakshmi puja 2021)করা যায় সেই আশা নিয়ে অপেক্ষায় প্রতিমা বিক্রেতারা। এদিকে প্রতিমা কিনতে গিয়ে পকেটে টান পরছে মধ্যবিত্ত বাঙালিদের। অধিক দাম দিয়ে হলেও ক্রেতারা বাধ্য হচ্ছেন প্রতিমা কিনতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/Local News/
Burdwan news: লক্ষ্মী পুজোয় লক্ষ্মী লাভের আশায় দোকানিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল