বুদবুদ থানার এলাকায়, বাড়ি ভাড়া নিয়ে দুস্কৃতিদের অপরাধমূলক কাজ ঘটিয়ে পালানোর চেষ্টা বন্ধ করতে, এলাকার সমস্ত বাড়ির মালিকদের নিয়ে বুদবুদ থানার সামনে বৈঠক করল বুদবুদ থানার পুলিশ (East Bardhaman News)। বুদবুদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ সেকেন্দার আলম জানান, বাড়ির মালিকদের বলা হয়েছে ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়াদের সম্বন্ধে বিশদ নথি নিয়ে তা বুদবুদ থানায় জমা দিতে হবে। তিনি জানান, এর ফলে পুলিশ সেই নথি যাচাই করে দেখবে যারা ভাড়া থাকছেন, তাদের মধ্যে কোনো দুস্কৃতি এলাকায় ভাড়া থাকছে কিনা। বুদবুদ থানার পুলিশের দাবি, বাড়ির মালিকেরা যদি পুলিশের নির্দেশ মতো সাহায্য করেন তবে বহু অপরাধ রুখে দেওয়া সম্ভব হবে অপরাধ ঘটার আগেই।
advertisement
উল্লেখ্য, কিছুদিন আগেই এক ভুয়ো সেনা অফিসারের পরিচয় দিয়ে এক ব্যক্তি ভাড়া থাকতে শুরু করেন। মহিলাদের বিভিন্ন জায়গায় কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের কাজে নেমেছিল সেই ব্যক্তি (East Bardhaman News)। পরে সেনা কর্তাদের হাতে ধরা পড়ে এই ভুয়ো সেনা অফিসার। সব মিলিয়ে পুলিশের এই উদ্যোগে খুশি হয়েছেন বুদবুদের বাড়ির মালিকরা। বাড়ির মালিকদের আশা, এইবার অপরাধমূলক কাজ কিছুটা হলেও কমবে। আর সাধারণ মানুষও নিশ্চিন্ত হতে পারবে।
Malobika Biswas