মা পার্বতী দেবনাথ বলেন, "স্বামী মারা যাওয়ার পর থেকে অশান্তি বেড়ে যায়। ছেলে ও বৌমা অত্যাচার করে। মারধর করে ঘর থেকে বের করে দেয়। স্থানীয়রা আমায় মেয়ের কাছে নিয়ে যায়। সম্পত্তির জন্য এইসব করছে"। শুধুই ছেলের শাস্তি দাবি করেন তিনি (East Bardhaman News)।
অন্যদিকে পাল্টা ছেলে সুদীপ্ত দেবনাথের অভিযোগ, "পিসি, মা সবাই মিলে আমায় মারার চেষ্টা করছে। গাড়ি ভেঙে দিয়েছে। থানায় অভিযোগও দায়ের করেছি। তারপর ইট দিয়ে মাথায় আঘাত করতে আসে। এভাবে বার বার মারার চেষ্টা করছে, এর সুষ্ঠ বিচার চাই"।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
December 29, 2021 8:33 PM IST






