TRENDING:

East Bardhaman News- এলাকায় দাদাগিরি, বন্দুক হাতে পাড়া কাঁপিয়ে শ্রীঘরে কচি

Last Updated:

বন্দুক হাতে দাপাদাপি করছিল কচি। খবর পেয়ে আটক  করল বর্ধমান থানার পুলিশ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : নাম কচি হলেও ‘দাদাগিরি’তে ওস্তাদ। মাঝেমধ্যেই এলাকার মানুষদের হুমকি দেওয়া, রোয়াব দেখানো এইসব করে থাকে শেখ রফিকুল ওরফে কচি। এবার এই কচি, হাতে পিস্তল নিয়ে পাড়া কাঁপিয়ে বেড়াচ্ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের (East Bardhaman News)। লাল কাপড় জড়িয়ে বন্দুক নিয়ে এলাকায় দাপাদাপি শুরু করে বলে দাবি তাঁদের।আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এলাকাবাসী। খবর দেওয়া হয় বর্ধমান থানায়। এরপর পুলিশ এসে আটক করে ওই যুবককে।
advertisement

পূর্ব বর্ধমান জেলার বড় নীলপুর এলাকার বাসিন্দা শেখ রফিকুল ওরফে কচির বয়স বছর তিরিশ। এলাকাবাসীদের একাংশের অভিযোগ, কচি প্রায়শই এলাকায় দাদাগিরি করে বেড়ায়। একে ওকে হুমকি দেওয়া, কারও গায়ে হাত তুলতেও নাকি পিছু পা হয় না ওই যুবক (East Bardhaman News)। স্ত্রীকেও নানা সময় মারধর করে বলে অভিযোগ।

অভিযুক্তের ভাই শেখ সফিকুল জানান, কচি প্রায়ই বাড়িতে ঝামেলা করত। তাই আলাদা থাকতেন তিনি।এইদিকে, পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের কাছ থেকে একটি দেশি পাইপগান সহ একটি গুলি এবং একটি বেলুন ফাটানোর বন্দুক উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (East Bardhaman News)।

advertisement

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই শহরের লোকো আমবাগান এলাকা থেকে প্রভাত চন্দ্র নামে এক যুবকের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার করে পুলিশ। খোদ বর্ধমান শহরে একের পর এক আগ্নেয়াস্ত্র সহ দুস্কৃতীদের গ্রেফতারের ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে শহরজুড়ে। স্বাভাবিকভাবেই ভর সন্ধ্যায় বন্দুক নিয়ে মানুষকে ভয় দেখানোর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। নিজেদের নিরাপত্তার স্বার্থে পুলিশ যেন ওই যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় বলে দাবি স্থানীয়দের (East Bardhaman News)।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/Local News/
East Bardhaman News- এলাকায় দাদাগিরি, বন্দুক হাতে পাড়া কাঁপিয়ে শ্রীঘরে কচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল