মূলত, আদিবাসী সম্প্রদায়ের বিকাশ ও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের পরিসর বৃদ্ধি করতেই এই মেলার আয়োজন করা হয়। আদিবাসী নাচ, গান সহ আদিবাসী শিশুদের নানা রকম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে জয় জোহার মেলায়। কৃষিজাত দ্রব্য প্রদর্শনী করা হবে এই জয় জোহার মেলায়(East Bardhaman News)। পাশাপাশি আদিবাসীদের জন্য সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে, তাও তুলে ধরা হবে এই মেলায়।
advertisement
এই নিয়ে বিধায়িকা শম্পা ধারা বলেন, "আদিবাসী এলাকায় আর্সেনিকমুক্ত পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে সব জায়গায়(East Bardhaman News)। আগামী দিনে এই মেলার শ্রীবৃদ্ধি হবে। আমাদের সরকার সব সময় আদিবাসী ভাই ও বোনেদের পাশে আছে।"
Malobika Biswas
Location :
First Published :
February 02, 2022 8:50 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
East Bardhaman News- আদিবাসী সংস্কৃতির প্রচার ও প্রসারের লক্ষ্যে চলছে জয় জোহার মেলা